29-07-2022, 12:51 PM
(29-07-2022, 12:32 PM)Baban Wrote:আমি বুঝতে পারছি আগের পর্বের শেষের অংশ পড়ে মনে হতেই পারে - ইশ! শেষে কিনা একটা রাস্তার পাগল! এ মা গো! কেন কোনো ভদ্র বা সুস্থ মাথার লোক কি পাওয়া গেলোনা?
কিন্তু আমি এর উত্তরে এটাই বলবো যে হ্যা সত্যিই হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু সেটা যাৰ জেনেই। আমি চাইলেই একটা অন্য দৃশ্য লিখতে পারতাম কিন্তু সব জেনেই এই সিদ্ধান্ত নিয়েছি। সেটা কেন নিয়েছি যদি তোমরা আজকের পর্বটা পড়ো বুঝতেই পারবে। হ্যা এটা ঠিক যে আজকে যেটা হবে সেটা সাময়িক কিছু। এর সাথে ভবিষ্যত এর কোনো যোগাযোগ নেই। কিন্তু সেটাই তো আসল। এই চান্সটা কতটা অর্থ রাখে সেটাই আসল। এই পর্বের মাধ্যমে আমি কি বলতে চাইছি সেটা হলো গুরুত্বপূর্ণ। তাই সাথে থাকো। ❤
তোমার উপর পূর্ন ভরসা আছে, গল্পের প্রয়োজনে গল্পের প্লট কে দৃঢ়তা দিতেই তোমাকে এমন দৃশ্য সাজাতে হয়েছে হয়তো সেটা নিয়ে কোন অভিযোগ নেই বরং সেটাতে তোমাকে বাহবা দিতে হয়। কারণ দুটো কিশোরী যখন শারীরিক কৌতূহলে ডেস্পারেট হয়ে উঠে তখন তাদের চিন্তাধারা আর মানসিকতার মাঝে কতটা বদল আসে সেটা তুমি সুন্দর করে ফুটিয়ে তুলেছো৷ এই অংশটা গল্পের আলাদা মাত্রা যোগ করবে নিঃসন্দেহে।
আপনার আগের মন্তব্যের লাইন টা শুধুমাত্র সুবিমল কাকুর জন্যই ছিল। কারণ আমরা পাঠকরা কিন্তু সত্যি বলতে তার সাথেই প্রথম মেটিং টা কল্পনাতে সাজিয়ে রেখেছি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।