29-07-2022, 12:35 PM
(28-07-2022, 03:21 PM)note10 Wrote: দাদা আপনার "তেহমিনা" নারী চরিত্রের গল্পটি এই ফোরামে পোস্ট করুন প্লিজ। তেহমিনা কলেজ পড়ুয়া ২ সন্তানের মা। স্বামীর মৃত্যুর পর স্বামীর ব্যবসায়িক পার্টনার "রমেশ" এর সাথে সম্পর্কে জড়ায়। এটা আপনার লিখা সেরা গল্প আজ অবধি। গল্পটি দয়া করে এই ফোরামে পোস্ট করুন।
ধন্যবাদ আপনাকে। ওটা খুঁজে পেয়ে পোস্ট করবো। সম্ভবতঃ কিছু চ্যাপ্টার যোগও হতে পারে। ওই গল্পের বেশ কিছু অসমাপ্ত স্টোরীলাইন তৈরী করাই ছিলো, কিন্তু লেখা হয়ে ওঠে নি। এক প্রযেক্ট নিয়ে আমি বেশিদিন আগ্রহ ধরে রাখতে পারিনা
একটু সময় দিতে হবে। কাল ভোররাতে দেশের বাইরে যাচ্ছি। আগামী বেশ ক'টা দিন ফোরামে ঢোকা হবে না।