29-07-2022, 12:18 PM
(29-07-2022, 12:04 PM)Arup manna Wrote: সবই ঠিকই আছে কিন্তু তাড়াতাড়ি আপডেট যদি না পাওয়া যায় তবে গল্পের খেই হারিয়ে ফেলে. তাই আপনাকে অনুরোধ রইলো আপডেট যেন তাড়াতাড়ি পাই ????
দেখুন, আমি গতকালই এই সাইটে প্রথম আসি। কাল অনেকক্ষণ শিখতে শিখতেই বহু সময় লেগে গেছে। তাই এই সাইটে কত দ্রুত আপডেট দিতে হয় সে সম্পর্কে আমার ধারণা তেমন নেই। তবুও চেষ্টা করব যত দ্রুত নতুন পর্ব দেওয়া যায়। আরেকটা কথা, বাংলা বানান ভেবে চিন্তে লেখাটাও আমার পক্ষে একটু জটিল যেহেতু আমি বাঙালী নই। তাই একটু সময় হয়তো লাগবে। আজকের এইটুকু লিখতেই আমার ঘন্টাদুয়েক লেগে গেছে। তাই ওটুকু ভুল ক্ষমা-ঘেন্না চোখেই দেখবেন বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ