29-07-2022, 02:48 AM
দাউদ ইব্রাহিম পড়াশোনাতে মোটামুটি ভালোই ছিল , তার বাবা তাকে উৎসাহ ও দিতো। সে বলতো সে তো সামান্য কনস্টবেল দাউদ কে লেখাপড়া শিখিয়ে পুলিশ ইন্সপেক্টর তৈরী করবে , দাউদ সেই চেষ্টাই করতো কিন্তু সেদিনের পর থেকে দাউদের মন ঘুরে গেলো , সামান্য পুলিশ ইন্সপেক্টর হয়ে আর কি হবে তার অনেক টাকা চাই , আর টাকা হলেই ক্ষমতা , দাউদ এবার পড়াশোনায় একটু অবহেলা শুরু করলো , কলেজ যাওয়া প্রায়ই বন্ধ হলো , বাড়ি থেকে কলেজ ব্যাগ নিয়ে বেরোয় ঠিকই কিন্তু কলেজে না গিয়ে একটু দূরে বোম্বে ডকের দিকে ঘুরতেযেত। এমনিতে তাদের ব্যারাক থেকে খুব দূরেও নয়। দাউদের মনে হতো সমুদ্র তাকে হাতছানি দিয়ে ডাকছে। ডকের চারদিকে ঘোরা তার যেন কেমন নেশার মতো হয়ে গেলো। লোকে কাজ কর্মে ব্যাস্ত, সে উদাস মনে ঘুড়ে বেড়াতো। তার মন বলছিলো এখানেই তার উন্নতি হবে, এমনি এভাবে একদিন ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটা গোলমালের আওয়াজ দাউদ হঠাৎ দেখে একটা সন্ডামার্কা লোক দৌড়ে আসছে , বাম হাতে একটা সুটকেস আর ডান হাতে একটা পিস্তল , আর পিছন পিছন কিছু লোক লোকটাকে তাড়া করছে। লোকটা দাউদের পাস্ দিয়েই তখন ছুটে যাচ্ছে , লোকটার লক্ষ্য অবশ্য দাউদ নয় ,পিছনের লোক গুলো। লোকটা যখন দাউদের পাস দিয়ে ছুটে বেড়িয়ে যাচ্ছে ,দাউদের কি কি যেন মনে হলো , লোকটাকে জোরে ধাক্কা দিলো। লোকটা পড়তে পড়তে নিজেকে কোনো রকমে সামলে নিলো, এর পর তার লক্ষ দাঁড়ালো দাউদ, খোলা পিস্তল দিয়ে দাউদ কে গুলি চালাতে যাবে ,তার আগেই দাউদ বুঝতে পেড়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো।তারপর দাউদের এক ঘুসিতে লোকটা কুপোকাত। ততক্ষণে পিছনের লোকেরা এসে লোকটাকে ঘিরে ধরেছে।