29-07-2022, 01:33 AM
(29-07-2022, 01:16 AM)nextpage Wrote: দোষ লেখক কিংবা পাঠক কাউকেই দেয়া যায় না।। আমার গল্প হবে আর সেখানে ঠাসা কাহিনী থাকবে না এটা হবে না। কাহিনীর মোড়কে থাকবে বাস্তবতার সেক্স। দেখা যাক কত টা দাগ কাটতে পারি সবার মনে।
আসলে দোষটা হল পয়েন্ট অব ভিউ এর। আমরা সবসময় একটা সেফ জোন থেকে সবকিছু দেখতে পছন্দ করি আর অবশ্যই সেটা নিজের সেফ জোন যেখান থেকে নিজেকে স্বাভাবিক ভাবেই চালনা করতে পারি আর নিজের ফিলিংস গুলো কে নিয়ে নাড়াচাড়া করতে পারি।
কিন্তু ব্যাঘাত ঘটে তখনি যখন আমাদের সামনে এমন কিছু এসে হাজির হয় যেটা আমার সেফ জোন থেকে আমাকে বের করার চেষ্টা করে, খুব কম মানুষ সেই চেষ্টা টা করে আর বাকিরা ঘর কোনোর মতই ভিতরে বসে থেকে আর বাইরেরটাকে গালিগালাজ করে, কিন্তু কেন সে গালিগালাজ করছে সেটা সে নিজেও জানে না। জিজ্ঞেস করলে বলে ওটা ভালো না তাই কিন্তু সে নিজে যেটা গ্রহন করে বসে আছে সেটা যে ভালো সেটার গ্যারান্টি তাকে কে দিল।
এটা অনেকটা বিড়ি সিগারেট খুর দের মত খারাপ দুটোই কিন্তু বিড়ি খুর বলে সিগারেট বেশি খারাপ আর সিগারেট খুর বরে বিড়ি।
এখন আসি গল্পে, আমি আমার পয়েন্ট অব ভিউ থেকেই বলি আমার কাছে গল্পের ছন্দে কথা বলতে ভালো লাগে যেখানে কাল্পনিকতা আছে কিন্তু সেটা এমন ভাবে উপস্থাপন হয় যেন সেটা বাস্তবেই ঘটে চলেছে। তাতে করে মানুষের মনে সেটার একটা দীর্ঘস্থায়ী রেশ থেকে যায়। যেটা বাবান দা বলতে চেয়েছে দুটোই অজাচার গল্প কিন্তু দুটোর বাচন ভঙ্গি এমন ভাবে সাজানো একটাতে ঘৃণা জন্মায় আরেকটা তে আগ্রহ সেই সাথে সহানুভূতি বা ভালোবাসা।
আমরা লেখক পাঠক সবাই জানি অজাচার বেইসড গল্প গুলো কখনই একটা ভালো সমাপ্তি আশা করে না কারণ সেটা সম্ভব না। যদিও সম্ভব হয় সেটা লেখকের যথেচ্ছাচার ছাড়া কিছুই না। বিশেষ করে মা ছেলে/ বাবা মেয়ে গল্প গুলোর ক্ষেত্রে, বাকি গুলোর ক্ষেত্রে খুবই সাবধানে সেটার সমাপ্তি টানা যেতে পারে তবে সেটা শুধুমাত্র পাঠকের খুশির জন্য।
আমার কাছে মনে হয় তোমার তৃপ্তির তৃপ্তি আর মা হলেও নারী গল্প দুটি সার্থক কারণ যেখানে রেশ টানার দরকার ছিল সেখানেই টানা হয়েছে যদি জোর করে সমাপ্তি টানতে চাইতে তবে মুষ্টিমেয় কয়েকজন খুশি হলেও বাকিরা হতাশ হতো তখন এতোটা জনপ্রিয়তা পেত না।
অনেকেই মনের খোরাকে গল্প পড়ে আবার অনেকেই হস্তমৈথুনের শান্তি পেতে সেখানেই লেখকের বাজিমাত সে কার জন্য গল্প লেখবে, হতে পারে দুজনের যেকোন একজনের জন্য আবার হয়তো দুজনে জন্যই। চটি দুনিয়াটাই অলীক গল্পের জায়গা এখানে হয়তো বাস্তবতা দেখাটা অনেকেই ভালো ভাবে দেখে না কিন্তু গল্পের প্রাণ ধরে রাখতে চাইলে সেই বাস্তবতা কে ফ্রন্টে রেখেই গল্প সাজাতে হয় সেটা যে কোন বেইসড হোক না কেন।
নতুন গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবো।