28-07-2022, 11:18 PM
(28-07-2022, 11:02 PM)Bumba_1 Wrote: এর মধ্যে প্রত্যেকটি ছবি বেশ বড় এবং মাঝারি সাইজের কাঠবোর্ডের উপর আঁকা। যদিও প্রত্যেকটিতেই cellophane paper জড়ানো আছে। আর শেষে যেটা বললেন ওই pinterest.com .. সেখানে কি করে ছবি আপলোড করে, আমি তো সেটা জানি না।
https://youtu.be/OYbDQwLvzBY for upload
https://youtu.be/GcSQtQ55J6A for selling your artwork
প্রথমে ছবি গুলো scanner দিয়ে scan করে নেবেন। 300 dpi max image quality দিয়ে।
যদি ছবির সাইজ বড় হয়। Scan করা না যায় তাহলে ভালো DSLR camera দিয়ে ছবি তুলে সেটাকে resized করে JPEG format এ আপলোড করবেন।
ওখানে অনেকেই ছবি কিনতে আগ্রহী হয়। Royalty free মানে আপনার ছবির সত্ব আপনার কাছেই থাকবে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো কাজে লাগাবে। তারজন্য আপনাকে আপনার ইচ্ছা মতো ধনরাশি দিয়ে দেবে।
এতে আপনার ছবি আপনার কাছেই থাকবে। কিন্তু ছবি প্রেমী রা আপনার আসল ছবির একটা সফ্ট কপি নিজের কাছে রেখে নেবেন।