28-07-2022, 11:02 PM
(28-07-2022, 10:54 PM)Jupiter10 Wrote: ছবি গুলো বাঁধিয়ে রাখতে পারেন। অথবা লামিনেশন করে অ্যালবাম করে রাখতে পারেন। এতে নষ্ট হবে না।
আর স্ক্যান করে pinterest.com এ সফ্টকপি করে আপলোড করে রাখতে পারেন।সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে।
এর মধ্যে প্রত্যেকটি ছবি বেশ বড় এবং মাঝারি সাইজের কাঠবোর্ডের উপর আঁকা। যদিও প্রত্যেকটিতেই cellophane paper জড়ানো আছে। আর শেষে যেটা বললেন ওই pinterest.com .. সেখানে কি করে ছবি আপলোড করে, আমি তো সেটা জানি না।