28-07-2022, 10:54 PM
(28-07-2022, 10:39 PM)Bumba_1 Wrote: হ্যাঁ, আমার সংগ্রহ করে রাখা উচিৎ .. এটা ঠিকই বলেছেন। ছবিগুলো বিক্রি করে দিলে বা কাউকে দিয়ে দিলে সেটা একজন অপদার্থ ছেলের মতোই কাজ হবে। কিন্তু যে বাড়িতে ছবিগুলো আছে, সে বাড়িটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তাই damp এর জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলি। ভীষণ সমস্যায় পড়েছি .. কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।
হ্যাঁ, আমার সংগ্রহ করে রাখা উচিৎ .. ছবিগুলো বিক্রি করে দিলে বা কাউকে দিয়ে দিলে সেটা একজন অপদার্থ ছেলের মতোই কাজ হবে। কিন্তু যে বাড়িতে ছবিগুলো আছে, সে বাড়িটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তাই damp এর জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলি। ভীষণ সমস্যায় পড়েছি .. কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবো।
ছবি গুলো বাঁধিয়ে রাখতে পারেন। অথবা লামিনেশন করে অ্যালবাম করে রাখতে পারেন। এতে নষ্ট হবে না।
আর স্ক্যান করে pinterest.com এ সফ্টকপি করে আপলোড করে রাখতে পারেন।সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে।