28-07-2022, 10:39 PM
(This post was last modified: 28-07-2022, 10:45 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
আমি জানিনা এই অজাচার গল্প কি লেভেল সেট করতে চলেছে নিজের জন্য। মানে রগরগে কামুক দুস্টু গল্প, নাকি একটা এমন গল্প যা নানা পরিস্থিতিতে লড়তে লড়তে নিজের নির্দিষ্ট পথে এগিয়ে যাবে। শুধুই যৌনতা সেই গল্পের প্লাস পয়েন্ট হবে? (তোমার গল্প তো.... দারুন হবে সেটা জানি ) নাকি বুকের বাঁ দিকে মোচড় দেয়ার মতো মাল মসলা থাকবে।
আমি সবসময় মনে করি একজন সফল লেখক / লেখিকাকে নিজের একটা লেখা শেষ করার পর অন্য ধরণের বিষয় নিয়েও লেখা উচিত। লেখা পুরোটাই শৈলীর ওপর আর গল্পের ওপর নির্ভর করে। একটা উদাহরণ দি যদি -
দিদি সস্নানে যেতেই তৎক্ষণাৎ ওর ঘরে ঢুকে ব্রা প্যান্টির ঘ্রান নিতে নিতে হ্যান্ডেল মারতে শুরু করে দিলো ভাই। আহ্হ্হ দিদি তো নিজেরই, পুরো অধিকার আছে দিদির ওপর ভাইয়ের। রাতে কতবার ঘুমন্ত দিদিকে দেখে তার শরীর ছুঁয়েছে ভাই। উফফফ সেই অনুভূতি মনে করতেই বেরিয়ে গেলো সব গলগল করে।
আবার আরেক ভাবে যদি বলি - অত্যাচারিত দিদিটার মুখটা হাতে তুলে ভাই বললো - আমি আছি তো তোর সাথে। আর কেউ তোকে কেড়ে নিতে পারবেনা আমার থেকে। তুই এবার আমার, শুধুই আমার। ওই শয়তান লোকটা তোকে ছুঁতেও পারবেনা। ভেঙে দেবো হাত। সেই ছোট্ট বেলার আদুরে ভাইটা কত্ত বড়ো হয়ে গেছে বুঝতে পারলো দিদি। নয়ন তাদের একে অপরকে দেখছে, ঠোঁট জোড়া হটাৎ কখন যেন একে ওপরের খুবই নিকটে চলে এসেছে অজান্তেই। তারপরে সব রক্তের সম্পর্কর বাঁধা ভুলে দুই শরীর হারিয়ে গেলো একে ওপরের সাথে। আজ থেকে তারা পুরুষ ও নারী।
এবার কেউ ওপরেরটা পড়ে খেচবে (ইশ কি ভাষা )
আবার কেউ নিচেরটা পড়ে চোখের জল মুছবে। দুটোই নিজের জায়গায় কাহিনী। দুটোই উত্তেজক কিন্তু একটি অশ্লীল অন্যটি ভালোবাসার। আমি হয়তো ওই incest পড়িনা এটাও ঠিক অনেকেই এমন incest লেখার যোগ্যতা রাখে যার সামনে অন্য বিভাগ এর গল্প তুচ্ছ। সোহম আছে, জুপিটার দাও আছে যাদের লেখা কিছু কিছু লাইন আমিও পড়েছি আগে। পড়ে ভেবেছি incest লিখলে এমন লেখা উচিত। আমি যদিও লিখিনি। কিন্তু আমার বিকৃত ও নষ্ট সুখ এ হালকা আভাস দিয়েছি। যদিও incest এর সাথে সেইভাবে যোগাযোগ নেই।
মায়ের ## মারা থেকে মায়ের সাথে চরম ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে যাওয়া সব পাঠক আছে এখানে। এবারে লেখক লেখিকার ওপর। সে কোন বিভাগে কোন ধরণের পাঠক পাঠিকাদের খুশি করবে।
তুমি তোমার মতো এগিয়ে যাও। গল্প তোমার। কি লিখবে সেটা ঠিক করবে তুমি।