28-07-2022, 10:39 PM
(28-07-2022, 10:07 PM)Jupiter10 Wrote: অপূর্ব!! যেন প্রত্যেকটা ছবির মধ্যে একটা করে গল্প লুকিয়ে আছে। প্রত্যেকটা সৃষ্টির চোখ জীবিত। তাদের মনের অভিব্যক্তি ধরা দিচ্ছে যেন।
হাসি, কান্না, বিষাদ সব কিছুই নিখুঁত রূপে ফুটিয়ে তুলেছেন। বয়স্কা নারী থেকে যুবতী, কৌতূহলী বালক। দেবী দুর্গার রুদ্র চাহনি। শেষে নারী দের পট দৃশ্য অতুলনীয়।
আর রবীন্দ্রনাথের ছবিটা দেখে আমার Vincent van Gogh র আঁকা ছবির কথা মনে পড়ে গেলো।
আমি বলবো এই ছবি গুলো আপনার সযত্নে সংগ্রহ করে রাখা উচিৎ। যতোই হোক আপনার মায়ের হাতের আঁকা। তার মধ্যে আলাদা একটা ইমোশন কাজ করবে।
হ্যাঁ, আমার সংগ্রহ করে রাখা উচিৎ .. এটা ঠিকই বলেছেন। ছবিগুলো বিক্রি করে দিলে বা কাউকে দিয়ে দিলে সেটা একজন অপদার্থ ছেলের মতোই কাজ হবে। কিন্তু যে বাড়িতে ছবিগুলো আছে, সে বাড়িটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তাই damp এর জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলি। ভীষণ সমস্যায় পড়েছি .. কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।
(28-07-2022, 10:18 PM)nandanadasnandana Wrote: এ কি কথা বলছ ভাই? এমন ছবি কেউ বিক্রী করে দেয়? প্লিস বিক্রী করো না। থাকুক তোমার কাছে। একটা দেওয়াল রঙ কর। সুন্দর করে এই গুলো কে ল্যামিনেট করে বাঁধিয়ে রাখ। থাকুক সবার সামনে। ছেলে সবাই কে বলুক এটা আমার মায়ের আঁকা। ওই কাঁথায় সেলাই করা যেটা সেটা কিন্তু লাখে একটা। এখন কেউ আর এমন করে সেলাই করে কিছু বানায় না। বড্ড সময় লাগে। চোখের বারোটা বাজে। ওটা কিন্তু সেরার সেরা।
হ্যাঁ, আমার সংগ্রহ করে রাখা উচিৎ .. ছবিগুলো বিক্রি করে দিলে বা কাউকে দিয়ে দিলে সেটা একজন অপদার্থ ছেলের মতোই কাজ হবে। কিন্তু যে বাড়িতে ছবিগুলো আছে, সে বাড়িটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তাই damp এর জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলি। ভীষণ সমস্যায় পড়েছি .. কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবো।