28-07-2022, 10:18 PM
(28-07-2022, 09:25 PM)Bumba_1 Wrote: অসংখ্য ধন্যবাদ
আসলে মায়ের কাছ থেকেই তো আমার আঁকা শেখা। আর একটা কথা ছোট্ট করে বলি আমার মাতৃদেবী শ্রদ্ধেয় গনেশ পাইনের ছাত্রী ছিলেন একসময়।
এখানে সব নেই, কলকাতার বাড়িতেও বেশ কিছু ছবি এবং হাতের কাজ আছে। তবে এই বাড়িতে খুব বেশিদিন এগুলো থাকলে নষ্ট হতে শুরু করবে। ওই বাড়িতেও নিয়ে যাওয়ার উপায় নেই .. ভীষণ সমস্যায় পড়েছি। যদি ছবিগুলো কেউ কেনার থাকে তাহলে জানিও তো, বিক্রি করে দেবো .. আর রাখতে পারছি না।
এ কি কথা বলছ ভাই? এমন ছবি কেউ বিক্রী করে দেয়? প্লিস বিক্রী করো না। থাকুক তোমার কাছে। একটা দেওয়াল রঙ কর। সুন্দর করে এই গুলো কে ল্যামিনেট করে বাঁধিয়ে রাখ। থাকুক সবার সামনে। ছেলে সবাই কে বলুক এটা আমার মায়ের আঁকা। ওই কাঁথায় সেলাই করা যেটা সেটা কিন্তু লাখে একটা। এখন কেউ আর এমন করে সেলাই করে কিছু বানায় না। বড্ড সময় লাগে। চোখের বারোটা বাজে। ওটা কিন্তু সেরার সেরা।