Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.
গল্পের কাহিনী
10.00%
2 10.00%
গল্পের গতি
0%
0 0%
গল্পের গতি এবং কাহিনী
85.00%
17 85.00%
গল্প টি ভালো লাগছে না
5.00%
1 5.00%
Total 20 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 96 Vote(s) - 3.46 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্ত
শ্রদ্ধেয় পাঠক, 

ছোট্ট একটা চিঠি আপনাদের উদ্দেশ্যে। 

এখানে উপস্থিত, সকল পাঠক, লেখক, গুণী জন, রেপু দাতা, রেটিং দাতা, লাইক দাতা, দাদা, ভাই সকল কে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার গল্প পড়ার জন্য। আমাকে মান্যতা দেবার জন্য। অনেক ভালোবাসা। আমাকে সহ্য করার জন্য। যদিও আমি অসহ্য কিছু নই। কিন্তু এই ইরোটিক এবং সেক্স ফোরাম এ তিন তিন খানা নন ইরোটিক গল্প সহ্য করে পড়ে আমার প্রভুত লাইক আর রেপু দেবার জন্য ধন্যবাদ। আট মাসে নন ইরোটিক ( তার মধ্যে একটা আবার ঠাকুর দেবতা নিয়ে) গল্পে আমার রেপু যা দিয়েছেন আপনারা তার জন্যে আমার কোন ধন্যবাদ ই যথেষ্ট নয়। কাজেই অনেক অনেক ধন্যবাদ আমার এই নন-ইরোটিক গল্পে লাইক, রেপু দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। 

আমি যা বলি বা করি, সব ই খোলাখুলি। লুকিয়ে চুরিয়ে কিছু করতে পছন্দ নয়। এখানে বেশ কিছু মানুষের সাথে সখ্যতা গড়ে উঠেছে। যদিও সেই সখ্যতা ভার্চুয়ালি। আমি তাতেই অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এখানে উপস্থিত সবার লেখা আমি পড়ি। একদিন সেই কথা লিখেওছিলাম। সেখানে এখন অনেকেই আর আসেন না। যেমন ভার্জিনিয়া আসবে বলেও এলো না। নাগ চম্পা আর আসে না। জানিনা কেন আসে না। আমি সকলের লেখা পড়ি। রগরগে দৃশ্যের বর্ণনা ও পড়ি আবার আবেগ ঘন জায়গা ও পড়ি। সবার মানে সবার লেখা। আর এটা আমি মিন করছি। কিন্তু আমি জানি ধীরে ধীরে এই ফোরাম প্রফেশনাল হবে। আরো প্রফেশনালি গল্প দিতে হবে। শেষ করতে হবে। আমার এই কথা সবাই মিলিয়ে দেখে নেবেন। 

হ্যাঁ, যেটা বলছিলাম, সেই দিনে কেউ একজন লিখেছেন, মা হলেও নারী আর তৃপ্তির তৃপ্তি তে লেখিকা ব্যর্থ। জানিনা ব্যর্থতা বলতে তিনি কি বোঝেন। তিনি যদি বোঝেন যে এরিস্টটল ব্যর্থ বিজ্ঞানী হিসাবে কারণ তার কোন আবিষ্কার ই আজ দুনিয়া তে মান্যতা পায় নি, তবে তিনি ভূল। তার আবিষ্কারের উপরে ভিত্তি করে আমরা এগিয়েছি সামনে। কাজেই উন্নতির এই স্তম্ভে এরিস্টটলের হাড় নীচে আছে। আমরা আজ ও এরিস্টটল কে সম্মান দি। বলি না মালটা ব্যর্থ হয়ে উপরে চলে গেল।  

হতে পারে আমি বাজে ভাবে এই বাজে গল্প লিখি, কিন্তু এই দুটো মা ছেলের গল্প দুটো কোন ভাবেই ব্যর্থ নয়। না লেখিকা ব্যর্থ। ওই গল্পের উপরে ভিত্তি করে কোটি কোটি বাচ্চা বাথরুম থেকে বাবা বলে ডেকেছে আমি জানি যারা এই গল্প রাতে পড়ে বাথরুম এ যেতেন। অতএব গল্প দুটো ব্যর্থ নয়।  কিন্তু আমি তো জানি আমি ব্যর্থ ওই দুটো গল্পে। ব্যর্থ এই জন্য নয় যে আমার কিছু আর লেখার ছিল না, বা মা ছেলের সম্পর্ক কে যে ভাবে সামনে এনেছিলাম সেটা তে রুক্ষতা ছিল সেই জন্য আমি ব্যর্থ।লেখার অনেক কিছুই ছিল। সামান্য একটা লাইন লিখে দিলে সেখান থেকে তিনশো পাতার গল্প লেখার ক্ষমতা আমার আছে, সে আমি কেন এখানে সবাই জানেন। আমি ব্যর্থ এই জন্য যে সকলেই জানি এই সম্পর্কের পরিনতি টানা এক প্রকার অসম্ভব। আমি পিছিয়ে গেছিলাম। ভেবেছিলাম, আর আমি জানি আমার ভাবনা সঠিক, যে এই গল্প অসমাপ্ত ই ভাল সমাপ্তির থেকে। কারণ ওই দুটো গল্পের পরিনতি ছিল না। আমি লিখে দিচ্ছি এখানেই, যত মা ছেলে গল্প চলছে ( তারা সব কটা ভালো, এক এক্কে এক সে নিয়ে কোন সন্দেহ নেই- সবার আপডেটের জন্য সেই গল্পের ফ্যান রা অপেক্ষা করেন, আমিও আপডেট কবে আসবে বলে একবার কমেন্ট করে আসি মাঝে মাঝে কোথাও কোথাও) তাদের কোনটাই বাস্তব সমাপ্তি হবে না। যদি সমাপ্তি আনতে হয় গল্পে তবে অবাস্তব সমাপ্তি ঘটবে মানে মা ছেলে বিয়ে করে নেবে বা তাদের বাচ্চা হবে আর না হলে প্রতি রাতের বা নিজের বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুরতে যাবার, বেড়াতে যাবার নানান জায়গায় নতুন নতুন কাম তাড়িত উষ্ণ মিলন হবে আর তা না হলে নতুন নতুন চরিত্র আসবে আরও, আর গল্প এগিয়ে যাবে সামনের দিকে। ইন্সেস্ট জনার ছাড়িয়ে অন্য জনারে প্রবেশ করবে। কাকোল্ড বা আরো নতুন জনার ফর্ম হবে। ইন্সেস্ট রাফ/সফট কাকোল্ড। জাস্ট কনকেটিনেট করে যাবে। আর তা না হলে করুণ পরিনতি হবে। কারণ সম্পর্ক টাই সেই রকম। 

যদি বাস্তব হতে হয় গল্প কে, তাহলে সেই গল্পে সমাজের প্রভাব থাকতে হবে মারাত্মক, আর সমাজ উপেক্ষা করে গল্প লিখলে বাল ছেঁড়া গেল। সব রকম পাঠক ই আছেন এখানে। এক দল চান সমাজ মারিয়ে পড়ে থাকুক, তুমি বস রগরগে আপডেট দাও। একদল বলে না না থাকুক, সমাজ ও থাক, আর মা ছেলের ব্যাপার টা হোক আড়ালে। এতে উত্তেজনা বেশী। আর একদল ইনসেস্ট অপছন্দ করেন। কিন্তু এই ইন্সেস্ট  এবং ইনসেস্ট রিলেটেড জনার হলো পৃথিবীর সর্বাধিক চর্চিত এবং সার্ফড জনার।  

তার কারণ এই সকল গল্পের কোন পূর্ব প্লট থাকে না। কোন বা বেশ কিছু পার্টিকুলার মোমেন্ট এর এনহ্যান্সমেন্ট হয় এই সব গল্পের। পানু মানেই তো তাই। বিশাল জীবনে বেশ কিছু ব্যাপার আমরা দরজা বন্ধ করে করি। চটির কাজ হলো সেই দরজা বন্ধ করার কাজ গুলো কে বই এর পাতায় নিয়ে আসা। হ্যাঁ সেই জন্যেই, সেটাই পড়তে এখানে সবাই এখানে আসেন। আর সেটাই আমার বক্তব্য, যে সেখানেই লেখকের সফলতা। কাজেই এখন আর লেখিকা কে ব্যর্থ বলে লাভ নেই। কারণ এই লেখিকা এই গসিপ জন্মানোর আগেই এর বাবার জনামায়, আগেই সফলতা পেয়ে গেছে। সেই সাথে গল্প দুটিও। অবশ্যই সেটা আপনাদের ভালোবাসার জন্য হয়েছে। যাই হোক ওই গল্প দুটো খুব ভালো তো বলছি না বা সেখানে আমার দুর্বলতা আছে সেটাও ক্লেইম করছি না। কিন্তু গল্প দুটোর সম্মান রক্ষা করা আমার ই কর্তব্য। তাই এতো গুলো কথা বললাম। 

যাই হোক , লেখক রাও তেমন ভাবেই বিভক্ত। আমি মনে করি, আমি পার্সোনালি যেমন ই হই না কেন, বাকি রা তাদের মতন। সেই ব্যাপার এ আমি সকল কে মারাত্মক সম্মান দি। খুব ছোট বেলায় বুঝে গেছিলাম, যদি কাউকে পছন্দ হচ্ছে না, তার মানে, উলটো টাও সত্যি। আমাকেও তার পছন্দ নাও হতে পারে। কাজেই তখন ই বুঝে গেছিলাম, এই সব গুলোই আমাদের ওয়ে অফ কমিউনিকেশন টু দ্য গ্রাউন্ড। আর সেটা সবার এক রকম নাও হতে পারে। কাজেই যে যেমন ভাবেই লেখেন তিনি সেই জন্যেই বিখ্যাত এখানে। কিন্তু আমার পার্সোনাল মতামত হলো, আগের ভুল আর করব না। গল্প শুরু করলে শেষ করেই তারপরে ময়দান ছাড়ব। শেষ মানে সমাপন। হয়তো পার্ট ২ আসার মতন রসদ থাকলেও থাকতে পারে। কিন্তু গল্পের টার্মিনেশন মাস্ট। 

যাই হোক যেটার জন্য আমি এতো হ্যাজালাম, সেটা হলো, জানিনা মা হলেও নারী লিখতে পারব কিনা আর। বা নিদেন পক্ষে তৃপ্তির তৃপ্তি। তবে হ্যাঁ, ইন্সেস্ট জগতের পুরোন বিচরণ ক্ষেত্রে আবার কিছু দিন থাকব। আর সেটা মা ছেলেই। অবশ্যই গল্পের মোড়কে। গল্প আর সেক্স হবে প্রধান। থাকবে কিছু এমন ব্যাপার যেগুলো আমাদের সমাজ মেনে নেয় না। এটলিস্ট সর্ব সম্মুখে মেনে নেয় না। কিন্তু কাহিনী তো কাহিনী। আজ থেকে একশো বছর আগের পটভূমিকায় গল্প লিখতে গেলে আমাকে ১৪ ১৫ বছর বয়সী মেয়ের বিয়ে দিতে হবে। মজার ব্যাপার তার পেটে সন্তান ও আসতে হবে। কাজেই কাহিনী যখন জাল বোনে তখন না জানি কোথায় এই ব্যাপার গুলো, এই সমস্যা গুলো পিছনের সারি তে চলে যায়।  

আমি আপনাদের ফিলীং কে সম্মান দি। জানি অনেকের ফিলীং আঘাত প্রাপ্ত হবে। আর কেউ কেউ আমার বিশেষ আপন। কিন্তু কাহিনী তো কাহিনী। কঠিন বাস্তব আমাদের চোখে জল আনে কারণ আমরা সেই বাস্তবের ঠোকা কম বেশী সবাই খেয়েছি। বাঘমুড়ো ছাড়া এখানে এই ফোরামে দুটো গল্পই কঠিন বাস্তব। পরের টাও তাই আসবে। এটাও বাস্তব। বড্ড কঠিন বাস্তব। বাস্তবে আমরা কখনো দুঃখে কখনো সুখে দিন কাটাই। গল্প ও সেই ভাবেই চলবে। এটা কাহিনী আর বাস্তবের সাথে জুড়ে কাজেই অনুরোধে কিছুই বদলাতে পারব না। এই গল্প ও শেষ হবে ২০ পর্বের মধ্যেই আশা করি। 

সাথে থাকবেন। আশা করি কিছু দিনের মধ্যেই টীজার চলে আসবে, ইন্সেস্ট জনারে। 

ইতি,
নন্দনা
[+] 7 users Like nandanadasnandana's post
Like Reply


Messages In This Thread
RE: বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্ত - by nandanadasnandana - 28-07-2022, 10:12 PM



Users browsing this thread: 19 Guest(s)