28-07-2022, 09:25 PM
(28-07-2022, 08:32 PM)Baban Wrote: লোকে বলে - বাপ কা বেটা..
আমি বলি কেন বাপু শুধুই ঐটা হবে? এইতো মা কা লাডলার জলজ্যান্ত উদাহরণ। যেমন ছেলের হাতের কাজ, তেমনি তাকে জন্ম দেওয়া সেই মায়ের।
অসাধারণ। একটা কথা বলতেই হচ্ছে। তোমার মায়ের হাতের রঙের জাদু কিন্তু কিছু ক্ষেত্রে তোমার সৃষ্টিকেও ছাড়িয়ে গেছে। এটা তোমার কাছে গর্বের ব্যাপার অবশ্যই। বিশেষ করে ওই লকেট পড়া ছোট বাচ্চাটা আর তার চোখ এবং গায়ের শ্যাডো আর চুলের নীলাভ সাদা অংশ উফফফ অসাধারণ। আর মা দূর্গা আর বয়স্ক মানুষটার অঙ্কন শৈলী তো আলাদাই মানের। কবিগুরুর শ্যাডোর জায়গাটাও দারুন ♥️♥️♥️
অসংখ্য ধন্যবাদ
আসলে মায়ের কাছ থেকেই তো আমার আঁকা শেখা। আর একটা কথা ছোট্ট করে বলি আমার মাতৃদেবী শ্রদ্ধেয় গনেশ পাইনের ছাত্রী ছিলেন একসময়।
(28-07-2022, 08:49 PM)Sanjay Sen Wrote: অসাধারণ সৃষ্টি এই ছবিগুলো তো সব তোমার এই বাড়ির দেওয়াল জুড়ে আছে।
এখানে সব নেই, কলকাতার বাড়িতেও বেশ কিছু ছবি এবং হাতের কাজ আছে। তবে এই বাড়িতে খুব বেশিদিন এগুলো থাকলে নষ্ট হতে শুরু করবে। ওই বাড়িতেও নিয়ে যাওয়ার উপায় নেই .. ভীষণ সমস্যায় পড়েছি। যদি ছবিগুলো কেউ কেনার থাকে তাহলে জানিও তো, বিক্রি করে দেবো .. আর রাখতে পারছি না।