27-07-2022, 09:37 PM
(27-07-2022, 09:25 PM)nextpage Wrote: তবে এবার আর বুকে মোচড় দেও নি সেটাই অনেক। ভেবেছিলাম শেষে হীরা চরিত্র টা লালির মন ভাঙবে সেটা হতে দাও নি তুমি। নইলে সত্যিই রাগ করতাম। শেষটায় এসে এমন ভাবে শেষ করলে যেটাতে আগের অনেক প্রেডিকশন ভুল হয়ে গেল। তবে এমন টাতে আমরা খুশিই হয়েছি।
তবে একটা ভুল করেছো তুমি হীরা লালির ছেলে মেয়ে গুলো নাম দিলে না, ওদের কি নামে ডাকবো এখন আমরা। এটা ভারী অন্যায়...
তোলা থাক নাম দুটো পরের পর্বের জন্য। ভুল হয়ে গেছে দিদির থেকে একটু। ।