27-07-2022, 09:25 PM
(27-07-2022, 08:51 PM)nandanadasnandana Wrote: দিদি কে বলতেই পার। অসুবিধা নেই। হে হে সেদিনেই কেউ তো একজন লিখল যে এই থ্রেড খুললেন এক মাসেই শেষ হয়ে যাবে সেটা। কি করব। তৃপ্তির তৃপ্তি আর মা হলেও নারী তে ব্যর্থ তা এসেছিল, সেটা আর আনতে চাই না।
তবে এবার আর বুকে মোচড় দেও নি সেটাই অনেক। ভেবেছিলাম শেষে হীরা চরিত্র টা লালির মন ভাঙবে সেটা হতে দাও নি তুমি। নইলে সত্যিই রাগ করতাম। শেষটায় এসে এমন ভাবে শেষ করলে যেটাতে আগের অনেক প্রেডিকশন ভুল হয়ে গেল। তবে এমন টাতে আমরা খুশিই হয়েছি।
তবে একটা ভুল করেছো তুমি হীরা লালির ছেলে মেয়ে গুলো নাম দিলে না, ওদের কি নামে ডাকবো এখন আমরা। এটা ভারী অন্যায়...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।