27-07-2022, 08:48 PM
(27-07-2022, 01:03 PM)Baban Wrote:শেষ পর্বটা পড়লাম না.... উহু পড়িনি..... Cinematic experience করলাম জাস্ট। মানে ক্লাইমাক্স হোক তো এমন। উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ!! নৃসিংহ অবতার এর আবির্ভাব। ঠিক যেমন তিনি পালন কর্তা, রক্ষা কর্তা, তেমনি ভারসাম্য রক্ষা ক্ষেত্রে ও নির্দোষ কে রক্ষা করতে তিনি প্রয়োজনে তিনি পশুও হতে পারেন। আর সেই লড়াই এর প্রতিটা অংশ কি দুর্দান্ত ভাবে লিখেছো। কিন্তু শেষে লালির কুকুর রূপে ওই শেষ ক্রিয়াটা তো মানে গায়ে কাঁটা দিতে বাধ্য করলো। অনেক আগেই বলেছিলাম এই গল্প নিয়ে সঠিক ভাবে ও পূর্ণ সততার সাথে ফিল্ম বানালে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, বহুকাল মানুষের মনে থাকবে এমন একটা ফিল্ম দেখেছিলাম। ঠিক তেমনি এই গল্প আমাদের মনে থাকবে যে বহু গল্পের মাঝে এমন একটা গল্প পড়েছিলাম যা ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিলো। কি নেই এই গল্পে? ভালোবাসা, শ্রদ্ধা, গ্রামের সরল জীবন, চারিদিকে সবুজ ও পাখির ডাক, আতঙ্ক, ভয়, পৈশাচিক ক্রিয়া, পৈশাচিক উল্লাস, বিজ্ঞান, অতীত, ভবিষ্যত, বর্তমান, শক্তির তেজ, লোভ লালসা, ক্ষোভ ও ক্রোধ, সাথে বন্ধুত্ব, সাহস, প্রেম, স্নেহ, রক্ষা ও অন্ধকার ও আলোর আদিম লড়াই যা আজও চলে আসছে ও চলতেই থাকবে।
আমি জানিনা আর কি কি বলা উচিত? কিন্তু এইটুকু বলতে পারি তুমি নিজেও জানোনা কি সৃষ্টি করলে। বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও শিল্প কলা সব একে ওপরের সাথে যুক্ত সেটাকে যে ভাবে ফুটিয়ে তুলেছো সেটাই প্রমান করে তোমার সকল বিভাগের প্রতি শ্রদ্ধা কতটা। ❤
খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারো ফিরে আসো অসাধারণ কিছু নিয়ে। আমি জানিনা সেই সৃষ্টি কতটা অসাধারণ হবে কিন্তু নিজের ঝুলিতে থাকা একটা পাগল করা কাহিনী যা আমাদের শুনিয়ে গেলে তা কোনোদিন সহজে ভোলার নয়, মনের অন্তরে ও মস্তিষ্কের কোনো এক ভাগে চিরকাল সেভ হয়ে থাকবে এই কাহিনী।
। এর উত্তর শুধুই ভালোবাসা।