27-07-2022, 05:59 PM
পরিসমাপ্তি হলো অসাধারণ একটি গল্পের আর শেষ হলো মহাভারতের মহাবীর দের আরেকটি অধ্যায়। সত্যি বলতে কি, মহাভারতের কাহিনীকে কেন্দ্র করে যে এত সুন্দর গল্প লেখা যায়, তা তোমার এই অপূর্ব সৃষ্টি না পড়লে বুঝতে পারতাম না। এই গল্পে প্রেম-ভালবাসা, মান-অভিমান,আদর-স্নেহ ও যুদ্ধ-সংঘাত সব কিছুকেই সমান গুরুত্ব দিয়ে দেখিয়েছ তুমি। আর একটা কথা, অভি চরিত্রটি যে অভিমন্যুর হতে পারে এটা কখনো মাথাতেই আসেনি।
ভালো থাকুক হীরা,লালি,উমা,মহাদেব, নগেন,পরেশ ও তোমার এই গল্পের অন্যান্য চরিত্রগুলি। আর অশ্বথামা, শেষ পর্যন্ত বেচারাকে সময়ের ফাঁদে ফেলে দিলে। মণি খুজতে খুজতেই ওর বাকিটা জীবন কেটে যাবে।
এমন মন-প্রাণ ভরানো গল্পের জন্য আজকের সমস্ত রেপু তোমায় দিলাম দিদি। নতুন গল্পের জন্য শুভকামনা রইল। এই ভাইটিকে সবসময় তোমার পাশে পাবে দিদি। পরিবার পরিজন নিয়ে ভালো থেকো দিদি। আর এভাবেই সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের আনন্দ দিয়ে যেও।
ভালো থাকুক হীরা,লালি,উমা,মহাদেব, নগেন,পরেশ ও তোমার এই গল্পের অন্যান্য চরিত্রগুলি। আর অশ্বথামা, শেষ পর্যন্ত বেচারাকে সময়ের ফাঁদে ফেলে দিলে। মণি খুজতে খুজতেই ওর বাকিটা জীবন কেটে যাবে।
এমন মন-প্রাণ ভরানো গল্পের জন্য আজকের সমস্ত রেপু তোমায় দিলাম দিদি। নতুন গল্পের জন্য শুভকামনা রইল। এই ভাইটিকে সবসময় তোমার পাশে পাবে দিদি। পরিবার পরিজন নিয়ে ভালো থেকো দিদি। আর এভাবেই সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের আনন্দ দিয়ে যেও।