27-07-2022, 11:25 AM
। কিছুক্ষণ লাগবে এই অনুভব টা সামলাতে। পরে কমেন্ট করব দিদি, এই অন্তিম পর্বের ব্যাপারে। ভাল লাগা টা যেন ছড়িয়ে আছে মন জুড়ে। কেমন একটা ভারী আবার হালকা হয়ে গেল বুক টা। ভারী লাগছে গল্প টা শেষ হয়ে গেল বলে। আর হালকা লাগছে নিজেকে কারণ, নিজেকে টিলার উপরে দাঁড় করিয়ে হীরা আর লালিকে দেখলাম প্রাণ ভরে। পরে কমেন্ট করব আবার।