27-07-2022, 12:28 AM
দাউদের বাবার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। কারুর সাতে পাঁচে থাকতো না।.কিন্তু দেখলো যে কালামের সঙ্গে যখন তার বাবার গোলমাল হচ্ছিলো কেউ তো তার বাবাকে সাপোর্ট করলো না ,অনেকেই আবার কালাম কে সাপোর্ট করলো ,যে কালামের অত্যন্ত খারাপ। দাউদের বয়স তখন খুব বেশি নয়,, তবু সে বুঝলো এ সব চাঁদির জোর, তার বাবা গরিব অন্যদিকে কালাম বেশ পয়সার মালিক ,তাই কালামের ব্যবহার খারাপ হলেও , সেই লোকের সাপোর্ট পেলো। দাউদ দেখেছে রাঘু বলে যে যে লোকটা তাদের ব্যারাকে যে মাগীর ব্যবসা করতো , সেও যথেষ্ট বড়োলোক ,সেও বিশেষ কাউকে পাত্তা না দিলেও ব্যারাকের অনেকেই তাকে খাতির করতো। ছোট্ট দাউদ বুঝলো পয়সা কড়ির ই আসল দাম আর ক্ষমতা আর ও জানলো অনৈতিক কাজেই বেশি পয়সা। তার দিন ১২০০ টাকা মাইনে পায়.আর,সারাদিন পুলিশের থানায় সারা দিন কেটে যায় , আর ওই কালাম বা রঘু কখন থানায় গেলো কি না গেলো হাজার হাজার টাকা কামাই করছে।