26-07-2022, 11:28 PM
(26-07-2022, 08:47 PM)nandini20002022 Wrote: keno didi ei rokom sundor golpo ki porer ta pabo na ar? sex er golpo o bhalo, kintu ei golpo ta jeno mon pran jure ache didi. ar tar sathe lalir ar hirar prem. please emon i golpo likhben didi. please
ওমা লিখব না কেন। আর ও প্রেমের গল্প লিখব। কিন্তু কি জান, তোমাদের এই দিদি সমুদ্র ছেড়ে নদী তে সাঁতার কাটবে ভেবেছে। দেখি সাঁতার কেটে। সেই কত কাল আগে নদী তে সাঁতার কেটে হাতে খড়ি এই যাত্রার। নোনা জলে ( কান্নার জলের স্বাদ নোনা, তাই বললাম) ভাসলাম বেশ কিছু দিন। এবারে মিষ্টি জল ঘাঁটি কিছু দিন।
আমার আর ও দুটো প্রেমের গল্প আছে। মন ১ টা পোড়ো না এখন ই। কষ্ট পাবে বেশী। মন ২ টা পড়ো। তারপরে মন ১ টা পোড়ো। আশা করি ভালো লাগবে। ততদিনে সাঁতার কেটে আসি নদীতে। তুমি এই গল্প দুটো ততদিনে শেষ করে নাও।
তবে তোমার বয়েস জানি না। যদি পরিনত বয়স্ক হও তবে পড়ে ফেলো জলদি। লালি হীরা কে ভালো লাগলে ওদিকে অর্জুন নন্দনা, আর রাকা শিব কে ও ভাল লাগবে। তবে তোমার আই ডি দেখে মনে হচ্ছে তুমি মিলেনিয়াম গার্ল।