Thread Rating:
  • 3 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ভবিতব্য
#1
Wink 
ভবিতব্য
[লেখক-ALFANSO F]


এখানে আসার পর থেকেই কিছুই ভালো লাগছে না।ধুর,আমাদের ওই ছোটো ফ্ল্যাট টাই ভাল ছিলো। বাবা কেন যে হটাথ দিলিপ কাকুদের বাড়ি তে থাকতে এল কে জানে।

যাই হোক, আমার নাম রাতুল, মা রুপা আর বাবা কমল।
আগে আমরা থাকতাম কলকাতার মুকুন্দপুর এর দিকটায়।
সেখানকার ফ্ল্যাট টা বেচে দিয়ে এখন বাবার বন্ধু কাম বস দিলিপ কাকুদের বাড়ির নিচের তলার ফ্লাট টাই উঠেছি।
আমি সদ্য ক্লাস ৫ এ উঠলাম। সংসারের কোনো ব্যাপার মাথায় না ঢুকলেও কোনো টানাপরেন হলে তা বেশ বুঝতে পারি।
আর কয়েকদিন জাবথ বেশ বুঝতে পারছি যে আমাদের এখানে শিফট করা টা কারো পক্ষেই খুব আনন্দের হয় নি। অনেক টা বাধ্য হয়ে তবেই আসতে হয়েছে।
 
দিলিপ কাকুদের বাড়িটা অদ্ভুত রকম একি সাথে বাড়ি কাম ফ্ল্যট।
৫ তলা বাড়িতে উপরের দুই তলায় ৩-৪ টা ঘর ডাইনিং ইত্যাদি নিয়ে ওনাদের সংসার। দিলিপ কাকুর বউ তিন্নি কাকিমার বয়স ওই ২৫-২৬ মত হবে। কাকিমা দুর্বল প্রকৃতির রোগাটে হলেও খুবি অমায়িক। আসার পর থেকেই লক্ষ করেছি উনি আমায় ভিসন ভাল বাসেন।
 
আমাদের ফ্ল্যাট টা নিচের তলায় হলেই ৩ টে রুম, ডাইনিং ইত্যাদি রয়েছে। বাবা মার আলচনা থেকে সুনেছি ভারাও খুবি কম নিচ্ছেন কাকু। আমার নতুন স্কুলও এখান থেকে কাছে। তাহলে সমস্যা টা যে কি আমি ঠিক বুঝে উঠ তে পারছি না। আর কিছুদিন গেলে বুঝতে পারব মনেহয়।
 
 
২।
আজ শনিবার রাত। আর দু দিন বাদেই আমার জন্মদিন। মনে মনে আমার খুশি উপচে পরছে। আজ সকালে দিলিপ কাকু বলেছিল ভাল রেসাল্ট করলে জন্মদিনে দারুন গিফট দেবে, আর ক্লাস টেস্ট এ আমি সেকেন্ড হয়েছি। একটা গিফট তো বাধা। কিন্তু মা সেই প্রতিদিনের মত আজকেও হোম ওয়ার্ক নিয়ে পরেছে।
মা পরতে বসালে আমার নজর মায়ের শাড়ির ফাকা পেটির উপরেই আটকে থাকে। কত নরম আর ফরশা। রাতে বেলা ঘুমানোর সময় তাই মার পেটে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুমি আসে না।
অনেক বকুনি আর চোখ রাংগানি খেয়ে আজকের মত পড়াশুনার পাঠ চুকলো।
বাবাও আসার সময় হয়ে এল।
আমি বসে বসে কার্টুন দেখছি আর ভাবছি,আগে ভাল ছিলাম না এখানে ভালো আছি।
আগে পাসের বাড়ির ছেলে মেয়ে গুলর সাথে মা খেলতে দিত না। আর এখানে আমাদেত পাসের ফ্লাটের সমির কাকুর ছেকে তুকাই ছারা আমার আর কনো খেলার সাথিই নেই। তুকাই আমার চেয়ে বেশ খানিকটা বড়, তবে আমার মত ওর ও খেলার কোন সাথি না থাকায় বিকেলে আমরা একসাথেই খেলাধুলা করি।
ওই যে বাবা চলে এল। প্রচুর মিষ্টি নিয়ে এসেছে। বাবা নাকি এবার TCS কোম্পানি তে চাকরি পেয়েছে। দিলিপ কাকুর রেকমেন্ডেশনে। বাবা মা দুজনেই দিলিপ কাকু, সমির কাকু সবার কাছে গিয়ে মিষ্টি দিয়ে এল। এবার জম্পেশ খাওয়া দাওয়া করে মা কে জড়ি য়ে ধরে ঘুম।
 
৩।
এবার জন্মদিনের কথা বলি। সাড়া দিন প্রচুর আদর পেলাম ঠাকুমা ঠাকুরদা নেই,দাদু - দিদার আদরের নাতি আমি। সকলে অনেক উপহার দিল, বাবার নতুন অফিসের কলিগেরাও এসেছিল।সকলে মায়ের রান্নার খুব তারিফ করল। উপরের দিলিপ কাকু তো মায়ের রান্না মাংস ঘুগনি খেয়ে বিগলিত।
উনি মায়ের ফ্যন হয়ে গেলেন। তবে যেটা লক্ষ করার বিষয়, দিলিপ কাকু বাবার অফিসের বস না হয়েও সকলের কাছে বসের চেয়েও বেসি সন্মানিয়। তাই আমাদের বারিতেও তার বাড়তি কদর। মাও দেখলাম তাই বোধোয় ওনার সাথে একটু বেসিই মেলা মেশা করছে। জা আমার মধ্যে এক অদ্ভুত বুকের ব্যাথার জন্ম দিলো। জানি না হটাথ মায়ের উপর আমার অধিকার যেন ভাগ হয়ে যাচ্ছে বলে মনে হলো।
 
সকলে বাড়ি থেকে যেতে যেতে প্রায় রাত ১০.৩০ বেজে গেল। মা বাবাও ঘুমানোরর জন্য বলতে লাগল। কিন্তু আমি নতুন গিফট গুল দেখতে ব্যস্ত ছিলাম। শেষে বাধ্য হয়ে বাবা মা ঘুমতে গেল।
বেশ খানিকক্ষণ পর মায়ের মুখে অস্পষ্ট ভাবে যেন বেশ কয়েকবার দিলিপ কাকুর নাম শুনতে পেলাম। একটু শোনার চেস্টা করতেই শোনা যেতে লাগল। বাবা বলছে - আমার কোনো আপত্তি নেই। তবে সুনেছি বউগুলকে একবারে নিংড় নেয়। তুমি পারবে তো।
মা দেখলাম ঝাঝিয়ে উঠল। থামো তো। আধবুড়ি হয়ে এলাম এখনো কিছু শুখ দিতে পেরেছ? কোন দিকটা আমার পুরন করেছ? ফালতু কথা বোলো না।
আমি কান খাড়া করে সুনে যাচ্ছি। মা বলে চলেছে। তোমার সব কথায় বিশ্বাস করে এক কাপড়ে ঘর ছেড়েছিলাম। তারপর থেকে কিভাবে কাটাচ্ছি জানা নেই তোমার? আমাকে অন্তত কিছুদিন আমার মত করে বাচতে দাও।
বাবা দেখলাম কিছু বল্ল না। আর সেরকম কোনো আওয়াজ আসলো না। আমিও খানিকক্ষণ পর আমার আমার নতুন বিছানায় ঘুমতে গেলাম। আমার জন্মদিনের সময় বাবা বলেছিলএবার বাবাই বড় হয়ে গেছে। এবার বাবাই আলাদা একা শুতে যাবে।
 
ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। মা খুব বকাবকি করে স্কুলে পাঠালো। বল্ল আসার সময় মা আনতে যাবে, আমিও মনে মনে ভেবে নিলাম আজ তো যেমন করেই হোক মা কে রাজি করিয়ে shopping mall যাবইই। ২ টো বাজতেই স্কুলের গেটে মা কে দেখতে পেলাম, আর বায়না সুরু করলাম। অবশেষে মা রাজি হল। south city mall এ গেলাম। প্রচুর window shopping করলাম। হঠাথ দেখি দিলিপ কাকু অন্য এক মহিলার সাথে বসে গল্প করছে। আমাকে দেখেই ডাকলেন, কি ছোটো বাবু কি খবর, মায়ের সাথে খুব ঘোরা হচ্ছে বুঝি। আমি হাসলাম।তারপর বললেন আর কি কি কেনা কাটি হল? আমি একটু ম্লান মুখে বললাম কিছুই কিনে দিলো না মা। মা আমাকে ধমক দিয়ে বল্ল বাবুর জুতো পছন্দ হয়েছে যার দাম ১৫০০! বলুন তো এত দামি জুতো ও কি করবে। কাকু বললেন চলুন দেখি। পাশের মহিলার দিকে তাকিয়ে বললেন - নমিতা তুমি একটু বসো আমি আসছি। দোকানে ঢুকতেই কর্মচারী রা আসুন স্যর বলে আমার দিকে তাকালেন।
 
কাকু বলতেই আমার জুতো হাজির। মার হাজার আপত্তি সত্তেও কাকু আমাকে জুতো কিনে দিলেন। অবশেষে আমি দেখলাম মা আর কাকু একটু ভালো ভাবে ফ্রিলি কথা বলছে। কাকুর ফোন এল। সেই মহিলা বেরিয়ে যাচ্ছে, কাকু কে তাই জানিয়ে দিচ্ছেন। মা হঠাথ বলে উঠল আপনার বন্ধবী তো চলে যাচ্ছেন। কাকু বললেন আপনাকে দেখে বোধহয় জেলাস হয়ে গেল।আপনি তো আছেন।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:04 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:14 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:16 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:17 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:19 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:19 PM
RE: ভবিতব্য - by luluhulu - 25-05-2019, 04:20 PM
RE: ভবিতব্য - by Ananto - 25-05-2019, 06:54 PM
RE: ভবিতব্য - by sairaali111 - 25-05-2019, 07:04 PM
RE: ভবিতব্য - by arn43 - 01-05-2021, 07:55 PM



Users browsing this thread: 1 Guest(s)