26-07-2022, 09:44 PM
(26-07-2022, 09:28 PM)Sanjay Sen Wrote: স্বপ্নার সঙ্গে কামরাজের পায়ুকামের বর্ণনা, তার নতুন শিকার মৌমিতাকে ভক্ষণ করার জন্য চক্রান্তের জাল বোনা - এইরকম অনেক কিছু পেলাম এই পর্ব থেকে। কিন্তু যেটা সবথেকে বেশি পেলাম সেটা হলো দুঃস্বপ্নের মাধ্যমে গোগোল ওরফে অনির্বাণ মুখার্জির (দীর্ঘদিন লেখকের দ্বারা ব্যবহার না হওয়ার ফলে নামটা প্রায় ভুলেই গিয়েছিলাম) একটা নতুন রূপ বা লুকানো রূপ। এই রূপটা দেখার জন্যই তো অপেক্ষা করেছিলাম এতদিন, কারণ কাহিনীর নাম যে গোলকধাঁধায় গোগোল
ব্রাভো ব্রাভো, এই না হলে আমাদের সেন মহাশয়। আশেপাশে অনেক কিছুই ঘটতে থাকবে পাঠক কূলের মনোরঞ্জনের জন্য, কিন্তু তার মধ্যে দিয়েই তো আমাদের গল্পের মেইন প্রোটাগনিস্টকে সবদিক সামলে এগিয়ে যেতে হবে .. তবেই না গল্পের নামের সার্থকতা। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো .. পড়তে থাকো
(26-07-2022, 09:31 PM)RANA ROY Wrote: আবার একটা দারুণ মোর নিতে চলেছে গল্পটা..............আগ্রহের সঙ্গে অপেক্ষায় রইলাম
অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন