26-07-2022, 09:40 PM
(This post was last modified: 26-07-2022, 09:41 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-07-2022, 09:17 PM)Baban Wrote:বাবারে ওই ভয়ঙ্কর স্বপ্নটা কি তাহলে সত্যিই নাকি? কিন্তু ওর পক্ষে এতটা করা সম্ভব? নাকি নিজের মনের ভেতরের দৃঢ় ইচ্ছাটা বারবার স্বপ্ন দ্বারা মগজকে ধাক্কা দিচ্ছে বারংবার। কে জানে? ভবিষ্যতে এর উত্তর পাওয়া যাবে।
এদিকে মৌমিতাকেও ফাঁসিয়ে নিলো শয়তান গুলো। তবে মা মেয়ের মধ্যে ভালো সম্পর্ক নেই। মেয়েকে মানুষ করা ভুলে সেই মহান নারী নিজের যৌবনের পিপাসা মেটাতেই ব্যাস্ত ছিল। এমন কি মেয়েকে বড়ো বয়সে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অতিক্রম করার পর একটা স্মার্ট ফোনও কি কিনে দিতে পারেনি সেই মা? নিজে তো সেই ফোন নিয়ে ঘোরে। হ্যা অবশ্যই কম বয়সে ওই স্মার্ট ফোন সন্তানের হাতে ধরিয়ে দিতে নেই। তার ফলাফল খুবই খারাপ হতে পারে কিন্তু বড়ো হয়ে যাবার পরেও কি একটা কমদামি স্মার্টফোন কিনে দেওয়া যেতোনা? তার মানে কি মেয়ের ওপর, তার ইচ্ছা চাহিদার ওপর একটুও নজর নেই?
তার থেকেও বড়ো প্রশ্ন হলো - মেয়েকে জন্ম দিয়ে আদোও কি খুশি ছিলেন সপ্না ম্যাডাম?
অনেক প্রশ্ন .. উত্তর একটাই - কর্মের ফল এই জীবনেই সবাইকে দিয়ে যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে অভিভাবকের কর্মের ফল তার সন্তানকেও বহন করতে হয়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য
(26-07-2022, 09:27 PM)Bichitro Wrote: আগে জানলাম অনিরুদ্ধ কিভাবে মরেছে আজ জানলাম ললিতা না কি ওর নাম ( আমি নাম ভুলে যাই ) ও কিভাবে মরলো । বা বলা ভালো গোগোল ওকে কিভাবে মারলো । আর বুদ্ধি করে নিশিথের নামটাও জেনে নিল ... এইটুকু একটা ছেলে এত কিছু শিখলো কিভাবে? নিশ্চয়ই কার্টুন দেখে .... আর সেইসাথে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলাটাও
ওইরকম একটা কান্ড করে দুঃস্বপ্ন আসবে এটা স্বাভাবিক... কিন্তু ওই দুঃস্বপ্নের সাথে কিভাবে ট্যাকেল করবে বা করছে সেটাই দেখার।
মনে হচ্ছে গোগোল সুজাতাকে সবকিছু বলে দিয়েছে ওর দিদার সম্পর্কে... ওদের কথোপকথন শুনে তো তাই মনে হলো ...
এদিকে আবার মৌমিতাও অরুন্ধতির মতো জালে জড়াচ্ছে ... দেখা যাক কি হয়
❤️❤️❤️
পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তাকে পরিণত করে, তার মনের এবং শরীরের ইন্দ্রিয়গুলিকে কয়েক মুহূর্তের জন্য হলেও অতিমাত্রায় সজাগ, সচল এবং বলশালী করে তোলে .. এগুলো কার্টুন দেখে হয়না। এছাড়া পুরো ব্যাপারটাই তো দুঃস্বপ্ন, তাই আমি কিছু বলতে পারবো না .. এ ব্যাপারে গোগোল ভালো জানবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ