26-07-2022, 09:17 PM
(This post was last modified: 26-07-2022, 09:21 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
বাবারে ওই ভয়ঙ্কর স্বপ্নটা কি তাহলে সত্যিই নাকি? কিন্তু ওর পক্ষে এতটা করা সম্ভব? নাকি নিজের মনের ভেতরের দৃঢ় ইচ্ছাটা বারবার স্বপ্ন দ্বারা মগজকে ধাক্কা দিচ্ছে বারংবার। কে জানে? ভবিষ্যতে এর উত্তর পাওয়া যাবে।
এদিকে মৌমিতাকেও ফাঁসিয়ে নিলো শয়তান গুলো। তবে মা মেয়ের মধ্যে ভালো সম্পর্ক নেই। মেয়েকে মানুষ করা ভুলে সেই মহান নারী নিজের যৌবনের পিপাসা মেটাতেই ব্যাস্ত ছিল। এমন কি মেয়েকে বড়ো বয়সে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অতিক্রম করার পর একটা স্মার্ট ফোনও কি কিনে দিতে পারেনি সেই মা? নিজে তো সেই ফোন নিয়ে ঘোরে। হ্যা অবশ্যই কম বয়সে ওই স্মার্ট ফোন সন্তানের হাতে ধরিয়ে দিতে নেই। তার ফলাফল খুবই খারাপ হতে পারে কিন্তু বড়ো হয়ে যাবার পরেও কি একটা কমদামি স্মার্টফোন কিনে দেওয়া যেতোনা? তার মানে কি মেয়ের ওপর, তার ইচ্ছা চাহিদার ওপর একটুও নজর নেই?
তার থেকেও বড়ো প্রশ্ন হলো - মেয়েকে জন্ম দিয়ে আদোও কি খুশি ছিলেন সপ্না ম্যাডাম?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)