26-07-2022, 05:36 PM
আজকে আপডেট না আসলে আমি পাগল হয়ে যেতাম। দুটো ব্যাপার দেখার ছিল ১) আগের দিনের নেক্সট পেজের প্রশ্নের উত্তর ২) আর লালির কি হলো। যা বুঝলাম দুটোর উত্তর ই তুমি দিলে। নিজের স্বভাব জাত ভঙ্গী তেই দিলে। উত্তর দেব বলে দিলে না। কাহিনীর ছলে দিলে। ভাবা যায় না। গায়ে কাঁটা দিয়ে উঠলো। হীরা আর লালির মুর্তি পুজো করে আসছে নগেন দের পরিবার গত তিনশো বছর ধরে। যাই বলো এই গল্পের আরেক টা প্রাণ হলো নগেন জ্যাঠা বা দাদু যাই বলো না কেন। দ্বিতীয় উত্তর টা আশাই করেছিলাম। লালি সুস্থ হবে খুব তাড়াতাড়ি। একটা অসাধারণ পর্ব। বলার অপেক্ষা রাখে না। এতো সুন্দর করে জাল গোটাতে তুমি ই পার।