25-07-2022, 11:56 PM
(25-07-2022, 10:10 PM)Bumba_1 Wrote: এযাবৎকাল এই উপন্যাসের যে কটা আপডেট দিয়েছো তার মধ্যে এটা সেরার সেরা আমাদের রুদ্র বাবুর মধ্যে Dr jackal & Mr Hyde এর একটা সত্তা প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছে যেটা এই পর্বে রুপালির সঙ্গে ওষ্ঠ চুম্বনে আরও দৃঢ়ভাবে প্রমাণিত হলো। কিন্তু সিমটা যে ছুঁড়ে ফেলে দিলো, এবার কি হবে তাই ভাবছি। আর শেষে কোনে দেখতে গিয়ে রুদ্রর মনের অভিব্যক্তি .. জাস্ট অসাধারণ
থাক আর বেশি প্রশংসা করবো না, তাহলে ছেলের আত্ম অহংকার এসে যাবে।
দাদা তোমরা যেভাবে এপ্রিশিয়েট করো তাতে লেখার সঞ্জীবনী খুঁজে পাই। কখনো যেন অহং বোধটা না জেগে উঠে সেটাই চাই।
সত্যিই আজকের পর এটা দৃঢ় হলো যে সে নিজের আরেক সত্তার কাছেই একটা কল্পনার জগত তৈরি করে আর সেটাকে বাস্তব ধরে নিয়ে ঐসব কাজ করে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।