25-07-2022, 09:43 PM
(This post was last modified: 25-07-2022, 09:48 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
ওরে বাপরে বাপ!! উফফফফ এক পর্বেই এত্ত কিছু বয়ে গেলো বেচারা রূদ্র (বেচারা নয় যদিও, পাক্কা ঘুঘু ) ওপর দিয়ে যে দুঃখে আর খুশিতে একসঙ্গে মিলে আধপাগলা না হয়ে যায়।
তারমানে শুধুই আমার গপ্পের বাবলি নয়, এই রূদ্র বাবুরও আরেকটা গোপন রূপ আছে। যদিও সেটা সেই শুরু থেকেই জেনে আসছি কিন্তু আজ এতটা স্পষ্ট ভাবে মানসিক দ্বন্দ্বটা তুলে ধরেছো যে সেটা সত্যিই দারুন লাগলো। যাকে সবকিছু দিয়ে ভালোবাসে, তাকেই নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাওয়া, যাকে নিজের সবচেয়ে আপন মনে করে তাকেই কল্পনার রূপ দিয়ে দার করিয়ে তার সামনে অন্য নারীকে চুম্বন করা। রাইকে দুঃখ দিয়ে সেই নিষ্ঠুর রূদ্রর সুখ ব্যাপারটা কিন্তু সত্যিই দারুন লাগলো। অনেকেই প্রেমে হেরে যাওয়া পুরুষের নিঃসঙ্গ জীবন ও মানসিকতা তুলে ধরে কিন্তু এইভাবে খুব কম মানুষই অন্য একটা রূপ তুলে ধরতে পারে।তুমি সেটা পেরেছো।
আর শেষের ওই মেয়ে দেখতে গিয়ে চরম ধাক্কা। এ ছেলে এবার আধপাগলা হবেই।