25-07-2022, 08:54 PM
(24-07-2022, 09:02 PM)nextpage Wrote: গল্পের আবহ টা দারুন ভাবেই এগিয়ে চলেছে।
এরেঞ্জ ম্যারেজের পর হানিমুনের যে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছেন সেটা বাস্তবিক। নতুন মানুষ এখনো অনেক অচেনা কিন্তু মনের কোনে জন্ম নিয়েছে ঢেড় বিশ্বাস যেই বিশ্বাসের জোরেই জীবনটা চলছে৷ আর দুজন নতুন চেনতে শুরু করা মানুষের মাঝে আলাপন অসাধারণ সেই সাথে কিছু রোমান্টিকতা... খিদে লাগলেও বলতে না পারা টা অন্যরকম একটা ফিলিংস দেয় সত্যিই এমন হয় হুট করে কিছু বলা যায় না মনে সংশয় থাকে বলবো কি বলবো না তবে এটা মন্দ কিছু নয় ভালোবাসা এভাবেই জন্মায়।
চালিয়ে যান।
সাধারন মানুষদের বিশ্লেষণ করার ক্ষমতা আপনার কাছ থেকেই শিখছি ! আগেও শিখতে থাকবো !