25-07-2022, 07:06 PM
(25-07-2022, 01:06 PM)nandini20002022 Wrote: abar mathar upor diye beriye gelo amar. kintu eta bujhte parlam je hira je bhabe plan koreche sei bhabe khujte gele ashwathamar za somoy lagbe tate ei prithibi dhongsho hoye abar notun universe toiri hoye jabe. plan darun. jeheti onker baje student bhitor ta bujhte parchi na. amar durbhagyo. kintu lorai ta darun enjoy korlam. ki durdanto bornona. didi apanar lekha porte darun lage.
বোঝ!! একটু পড়লেই বোঝা যাবে। যেমন ধর, তোমার কাছে চারটে ডাইস আছে। মানে লুডো খেলার ছক্কার মতন। বলা হলো ওই চারটে ছক্কাকে আকাশে ছুঁড়ে আবার নীচে পরতে দিলে, ওদের মধ্যে দুই পরার ন্যুনতম সম্ভাবনা কত? মানে হলো সব থেকে খারাপ পরস্থিতি তে ওই চারটে ছক্কার মধ্যে দুই পরার সম্ভাবনা কত। এখন সব থেকে খারাপ হলো কোনটাতেই দুই পড়ল না। কিন্তু বলেছে, ন্যূনতম সম্ভাবনা। তার মানে হলো চারটে ডাইসের একটা তে পড়লে সেটা সব থেকে কম। তার মানে সম্ভাবনা প্রথমেই ১/৪ হয়ে গেল। এখন একটা ডাইসে ছটা সংখ্যা থাকে। সেখানে দুই পরার সম্ভাবনা ছটায় একটা, মানে ১/৬। দুটো কে গুন করে দাও, হবে ১/২৪। মানে প্রতি চব্বিশ বার উপরে ছুঁড়লে, একবার সব মিলিয়ে ন্যূনতম দুই পরতে পারে। তেমন দশ টা ইউনিভার্স। সেখানে ফ্যাক্টোরিয়াল ১০ মানে ১০ * ৯*৮*৭*৬*৫*৪*৩*২*১ = যা হয় এতো ভাবে ওই ইউনিভার্স গুলো নিজেদের মধ্যে পারমুটেশন এ থাকবে। সেই সঙ্খ্যা টা বিশাল। কাজেই ওই বাক্স পাবার সম্ভাবনা ১/ ফ্যাক্টোরিয়াল ১০ হয়ে গেল। সেটা খুব কম। প্রায় শূন্য। আর অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেক। কাছাকাছি বাড়ি হলে না হয় শিখিয়ে দিতাম অঙ্ক টা। আমার প্রিয় তো নয়, কিন্তু ভালো লাগে এখনো।