25-07-2022, 06:26 PM
দাউদ ইব্রাহিমের পর্যবেক্ষন ক্ষমতা অসাধারণ , কখন কোন কাজে হাত দিতে হবে , কাকে পটালে নিজের কাজের উন্নতি হবে সেটা সে ভালোই বোঝে। দাউদ এক পুলিশ কনস্টবলের ছেলে। বাবা কিন্তু খুব সৎ ছিল. যে পুলিশ বাড়াকে টাটা থাকতো , সেখানে অনেক অন্য পুলিশ ,যেমন কেউ মদের ঘাঁটি চালাতো , কেউ বা বেশ্যার লাইন চলতো আর ঘুষ টুশ নেওয়া তো আছেই কিন্তু সেখানে দাউদের বাবা ক্ষোব সৎ ,কোনো অনৈতিক ব্যবসা তো করতোই না , ঘুষ ফুস ও নিতোনা। যা মাইনে পেতো তাতেই চলতো। কিন্তু ওই অল্প টাকায় কি ৮/১০ জনের পেট চলে তাই ঘরে অভাব ,কিন্তু দাউদের বাবা কোনো অন্যায় কাজ করতো না। আসে পাশের লোকের সঙ্গে দাউদের বাবার সম্পর্ক ভালোই ছিল। একদিন কালাম বলে যে কনস্টবেল মদের থেকে চালাতো সে একদিন সামান্য ব্যাপারে দাউদের বা বাবার সঙ্গে ঝামেলা লাগলো। দাউদের বাবা অত্যন্ত ভদ্র ,সজ্জন ব্যাক্তি বলে এলাকায় পরিচিত।