25-07-2022, 03:26 PM
সকল রূপ সম্ভাবনা, বৈজ্ঞানিক দিক থেকে সকল প্রকার দৃষ্টিভঙ্গি ও কল্পনা যা বাস্তবের সাথে হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত কিংবা হয়তো নয় তা সব মিলিয়েই বলছি - এমন গল্প তোমার পক্ষেই লেখা সম্ভব। সব দিকে যার এতো নজর বা বলা উচিত জানার ইচ্ছে ও ক্ষিদে তার হাত থেকে এমন জাদু বেরোবে না তো কার হাত থেকে বেরোবে? আমার করা প্রশ্ন গুলোর সম্পর্কে তোমার নিজের বক্তব্য ও ধারণা সম্পর্কে লিখিত লাইন গুলো পড়েও নিজের জ্ঞান একটু হলেও বাড়ে।
হীরার লীলা সেই জানে। সব বলেও কেমন মিথ্যে করে দিলো সে। কিন্তু যা বলার তা ঠিক বলেও দিলো। আবার ওদিকে নগেনকে বিপদে দেখে লালির আক্রমণ। নিজের প্রাণের তোয়াক্কা না করেই মানুষটাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়া, তারপরে ভয়ঙ্কর যুদ্ধ উফফফ কি দুর্ধর্ষ! তবে শেষের কয়েকটা লাইন পড়ে যে কারো বুক কেঁপে উঠবে। ভয় নয়, ভালোবাসার শক্তি কতটা হতে পারে তা জেনে। মৃত্যু ভয়ও কিছু নয় নিজের কাউকে রক্ষা করার পথে। আর শেষের চাদরে জড়ানো মেয়েটাকে জড়িয়ে মানুষটার কান্না..... দৃশ্যটা কল্পনা করলে কেমন যেন লাগে। উফফফ
হীরার লীলা সেই জানে। সব বলেও কেমন মিথ্যে করে দিলো সে। কিন্তু যা বলার তা ঠিক বলেও দিলো। আবার ওদিকে নগেনকে বিপদে দেখে লালির আক্রমণ। নিজের প্রাণের তোয়াক্কা না করেই মানুষটাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়া, তারপরে ভয়ঙ্কর যুদ্ধ উফফফ কি দুর্ধর্ষ! তবে শেষের কয়েকটা লাইন পড়ে যে কারো বুক কেঁপে উঠবে। ভয় নয়, ভালোবাসার শক্তি কতটা হতে পারে তা জেনে। মৃত্যু ভয়ও কিছু নয় নিজের কাউকে রক্ষা করার পথে। আর শেষের চাদরে জড়ানো মেয়েটাকে জড়িয়ে মানুষটার কান্না..... দৃশ্যটা কল্পনা করলে কেমন যেন লাগে। উফফফ