24-07-2022, 11:07 PM
প্রথম দিকে সম্ভবতা যাচাইয়ের অঙ্কে মাথাটা একদম গুবলেট করে দিলে। এই অংশ গুলো তোমার এই গল্পের প্রাণ কিন্তু সিংহভাগ পাঠকের মাথার উপর দিয়ে যায় বিষয় গুলো।
সাদা কুকুর রুপী লালি আর বাঘমুড়োর লড়াইটা গা শিউরে দেবার মত। কি ভয়ানক দৃশ্যে প্রাণপণ যুদ্ধ। বাঘমুড়ো দিনের বেলায় বের হদে শুরু করেছে এখন। হীরা সবটা জেনেই লালি কে পাঠিয়েছে হয়তো নগেন জ্যাঠার মুখ খোলার জন্যই। ঐ বক্স টা কোথা থেকে এলো আর কবেই বা নারায়ন দেখা দিলেন তাকে।
সাদা কুকুর রুপী লালি আর বাঘমুড়োর লড়াইটা গা শিউরে দেবার মত। কি ভয়ানক দৃশ্যে প্রাণপণ যুদ্ধ। বাঘমুড়ো দিনের বেলায় বের হদে শুরু করেছে এখন। হীরা সবটা জেনেই লালি কে পাঠিয়েছে হয়তো নগেন জ্যাঠার মুখ খোলার জন্যই। ঐ বক্স টা কোথা থেকে এলো আর কবেই বা নারায়ন দেখা দিলেন তাকে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।