24-07-2022, 08:58 PM
(24-07-2022, 08:54 PM)nextpage Wrote:
আশেপাশে তাকিয়ে দেখে তেমন কেউ নেই, এক হাতে টেনে রুপালি কে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর পাশে ফিরে তাকিয়ে দেখে সেই মেয়েটা এখনো হেসে চলেছে। রুপালি রুদ্রের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝার চেষ্টা করে কিন্তু এ চোখ বড়ই দুর্ভেদ্য দুর্গের মত এত সহজে পড়া যায় না, কিন্তু চোখ গুলো আজ আর স্থির নেই এদিক ওদিকে ছুটছে বারংবার যেন কিছু খুঁজে চলেছে। মূহুর্তের মাঝেই রুদ্রের ঠোঁট নেমে আসে রুপালির ঠোঁটের উপর, হালকা করে একটা চুমো খায় সেখানেই।
রুপালি কে চুমো খাচ্ছে তাও আবার কারও সামনে, কিন্তু ঐদিকে দাড়িয়ে আছে কে আর রুদ্র কে দেখে হেসে চলেছে কেন?? জানাতে হলে পড়তে হবে নতুন পর্ব। আগামীকাল রাতে আসছে নতুন পর্ব - মনের খোঁজে-২
নাহে লেখক মহাশয়, এই কাহিনীর বিভাগ ব্যাভিচার থেকে পরিবর্তন করিয়া ইরো থ্রিলার করিয়া দিলে বোধহয় উচিত হইবে। এতো ঝটকা তো বোধহয় থ্রিলারেও থাকেনা
অপেক্ষায় রইলাম ♥️