24-07-2022, 08:03 PM
(23-07-2022, 09:41 PM)Baban Wrote: Mandala আর Doodle art দুটোই বেশ কঠিন। কিন্তু আবার আঁকতে একটা আলাদা মজাও আছে। কেমন একটা নেশা। যত আঁকা যায় ততই যেন আরও আঁকতে ইচ্ছে করে।
হ্যাঁ বাবান দা একদমই। mandala art এবং doodle ink art দুটোই কিন্তু দক্ষ শিল্পী ছাড়া আঁকতে পারেন না। বুম্বা দার পাতার আঙ্কাটা দেখে অনেক সহজ মনে হলেও আঙ্কা বেজাই কঠিন। কারণ এই ধরণের আঁকার ক্ষেত্রে কিন্তু কোন প্রাকৃতিক রিফারেন্স থাকে না। পুরো টাই নিজের কল্পনার উপর ভরসা করে তৈরি করতে হয়। এর জন্য দীর্ঘ দিনের সাধনা এবং অনুশীলন লাগে। বুম্বা দার কাছে চাইব তার লেখনীর মতোও তার হাতে আঙ্কা কিছু উষ্ণ নারীর বক্র শরীর আমাদের উপহার দেন।