23-07-2022, 09:01 PM
অসাধারণ! রাধা কৃষ্ণের ছবিটা দেখে মনে হচ্ছে তারা যেন চোখের সামনে আছে। পেন্সিল দিয়ে শেডিং করে এতো নিখুঁত করে বানানো ছবি খুবই ধৈর্য এবং পরিশ্রমের কাজ। বাকি ছবি দুটোও অনবদ্য। পাতার ছবিটা ভালো করে দেখলাম। আগের থেকে পাতার শেপ তৈরী করে ছবিটা আঁকেন নি দেখলাম। নিজের কল্পনায় আকৃতি দিয়েছেন। নকশা গুলো বেরিয়ে যায়নি।
ওই পাটার্ন - এর আঁকা গুলোকে mandala art বলে বোধহয়।
ওই পাটার্ন - এর আঁকা গুলোকে mandala art বলে বোধহয়।