23-07-2022, 10:18 AM
(22-07-2022, 10:53 PM)nandini20002022 Wrote: matha bho bho korche didi ei porbo ta pore. ami bigganer khub baje chatri. dimension kichui bujhi na. kintu apnar lekhar doulote kichu ta mathay dhuklo. kintu oi jayga ta bujhlam na, jekhane somoy putuli ar eighth dimension mile ninth dimension holo. ar 10th dimension er byapar tao mathay dhuklo na. jai hok aro tin char bar porbo tarpore jodi bujhte pari.
osahdaorn ekta porbo.
হাহাহাহাহা। বিজ্ঞান কে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন কঠিন করে প্রচার করেছে। মনে আছে ছোট বেলায় ভস্তক নামে একটা পাবলিকেশন আসত, বাংলায় অনুদিত রাশিয়ান বিজ্ঞানী দের লেখা বিজ্ঞানের বই। পড়তাম। কনসেপ্ট ক্লিয়ার করে দিত। মনে হয়েছে, ম্যান ম্যানেজমেন্ট এর থেকে বিজ্ঞান চর্চা সোজা। হ্যাঁ একটু গণিত জানতে হয়। অনেক ক্যাল্কুলেশন থাকে তো। আমি যেমন গণিত শিখেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি বুঝব বলে। মানে ক্লাস ১২ এর উপরে, গণিত নিয়ে না পড়াশোনা করলে আর তো কিছু জানা যায় না। কিন্তু এপ্লায়েড ম্যাথস থাকে, সাধারণ কনভেনশনাল ম্যাথস আরো থাকে। অনেক প্রোবাবিলিটি মেজারমেন্ট থাকে। শুধু সেই গুলো বুঝব বলে থিওরেম গুলো পড়তাম।
পড়তে হবে সে তুমি যাই শিখতে যাও না কেন? অনেক ঘটনা ,ইনফর্মেশন তৈরি করে। অনেক ইনফর্মেশন নলেজ বাড়ায়। আর অনেক নলেজ জ্ঞান বাড়ায়। আর জ্ঞান থাকলে ম্যান ম্যানেজমেন্ট থেকে সব কিছুই অনেক সহজ লাগে। জ্ঞান আমিও দিলাম। কিন্তু এতো জ্ঞান আমার নেই। আমিও চেঁচামেচি করি। হাউমাউ করি। কিন্তু কথা গুলো বললাম, যদি পড়াশোনা করে কেউ জ্ঞানী হয়ে মুনির মতন হতে পারে, তবে চারিপাশের লাভ ই হবে।