23-07-2022, 10:10 AM
(22-07-2022, 05:16 PM)boro bara Wrote: বাপরে এটা কি ছিল আজকে? দশ মাত্রা শুনেছিলাম আমি। আজকে জানলাম তাও চুড়ান্ত রকম ঘেঁটে গিয়ে। অসাধারণ কনসেপ্ট। কি করে ভাবেন এমন করে জানিনা। আপনার গল্প থেকে কিন্তু ইনফর্মেশন আর জ্ঞান বেশ ভালই অর্জন করা যায়। আপনার কাছে এই গল্পে দশ মাত্রা শিখে অনায়াসে কেউ পরীক্ষায় বসতে পারবে। এই গল্পে যেমন মহাভারত আছে তেমন ই বিজ্ঞান আছে। যদিও বিজ্ঞান কে আলাদা করে ট্যাগড করার কোন মানে নেই। বিশেষ জ্ঞান ই বিজ্ঞান। দেখতে গেলে অর্জিত সকল জ্ঞানের মধ্যেই বিশেষত্ব আছে।
গল্পের ব্যাপারে আসি। পিঁয়াজের খোসা ছাড়ানোর মতন করে একটু একটু করে, হীরা যে ভাবে লালির সামনে খুলে দিচ্ছিল মনির রহস্য, তাতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। সব থেকে ভালো লাগে আপনার গল্পে, প্রেমের সংলাপ গুলো। তাতে সরাসরি প্রেমালাপ তো থাকে না, কিন্তু প্রতিটা শব্দে মনে হয় প্রেম মধু ওভারফ্লো করছে। ছোট্ট ছোট্ট স্প্যান এ হীরা আর লালির সংলাপ গুলো মনে হচ্ছিল নিজের। মন ভরে গেল। সব থেকে ভাল লাগল আগের পর্বে লালির বলা কথা টা, "হ্যাঁ রে বিয়ের পরে আলু আনতে বললে অন্য কিছু আনবি না তো? কি করব তখন আমি? " আহা কি বিশাল সমস্যা লালির সামনে।
হীরা এখন এই মনি কে কি উপায়ে রক্ষা করে সেইটা দেখার। অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য। তুসসি গ্রেট হো।
ওরা কি আলাদা ছিল নাকি? আমাদের মতই কেউ ছিল। পরে ভগবান হয়েছেন। তাই ওদের সংলাপ তো আমাদের মতই হবে। মানুষ , তাই চাহিদা আমাদের মতই হবে। আর সত্যি বলতে রক্ষা করার তো কিছু নেই। কত কিছু ছিল আগে, কালের নিয়মে আস্তে আস্তে বদলেছে। নতুন কত কিছু জুড়েছে জীবনের সাথে। সমাজের আর্থিক, এবং চিন্তা গত বদল এসেছে। সব থেকে বড় কথা, যেখানে অস্থিরতা কম সেই দিকে সমস্ত রিয়েকশন এগোবে। একটা ইকিউলিব্রিয়াম তৈরি করবে। খুব ধীরে হবে কিন্তু ব্যালান্স তো মেন্টেইন্ড হতেই হবে তাই না?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)