22-07-2022, 03:59 PM
(22-07-2022, 02:54 PM)Baban Wrote: উফফফফফ কত ইনফরমেশনে ভরা এই পর্ব।
3D - 11D সাথে মাল্টিভার্স কনসেপ্ট মিলে মিশে একাকার। সাথে টাইম লকার, আবার আমি শুনেছিলাম এটাকে হয়তো টাইম ক্যাপসুলও বলা হয়।
শেষে জলে নেমে মণি স্পর্শ করতেই ছেলের আসল রূপ লালির সামনে ফুটে ওঠা, যদিও লালি হয়তো ভেবেছে সেটি মণি স্পর্শের সাইড এফেক্ট। কিন্তু ওই মণি যে spoiler এর কাজ করলো সেটা মেয়েটা বুঝেও বুঝলোনা। এটা কিন্তু বেশ উপভোগ্য। সাথে আবার উঠে আসার পর মাতৃ রুপী লালির ওই মাথা মুছিয়ে দেওয়া... আহা! স্ত্রী মানেই প্রেমিকা নয়, প্রয়োজনে সে মাও। শুধুই সঙ্গিনী নয়.... প্রয়োজনে সে বন্ধু... শুধুই এক মিষ্টি বন্ধুও। ♥️
অসাধারণ পর্ব
টাইম ক্যাপসুল একটু আলাদা। টাইম ক্যাপসুলে, বর্তমানের কোন স্মৃতি কে একটা সময় বাক্সে আবদ্ধ রাখা যায়। সেটা ভবিষ্যতে খুলে দেখা যায়। আর টাইম লকার এ একটা ঘটমান সমগ্রতা বন্দী থাকে, কোন কী এর দ্বারা। যদিও টাইম লকার টা আমার কনসেপ্ট। বিজ্ঞানের সাথে এর সম্পর্ক বহু দূরে এখনো।