22-07-2022, 01:36 PM
(21-07-2022, 07:54 PM)nandanadasnandana Wrote: না হীরা বাবু নিজে সর্বশক্তিমান হবার সমস্ত ফায়দাই নিচ্ছেন। ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাঁ, ভগবান তো কোন অবতারেই আয়াসে কিছু পান নি। কোন পূর্নাংগ অবতারেই তিনি আয়াসে কিচ্ছু পান নি, রিতীমত ঘাম ঝড়িয়ে অর্জন করেছিলেন সব কিছু।
হ্যা সেটাই তো বলছি। ঘাম ঝরানোটা না হয় তাও বোঝা যায় কিন্তু মানুসিক ভাবে সাধারণ থাকাটা সবচেয়ে বড়ো পরীক্ষার। সর্ব শক্তিমান হয়েও, বা নিজের পরিচয় জেনেও চুপচাপ ভোলাভালা হয়ে থাকা বিষয়টা নিজেই একটা পরীক্ষা। এই যেমন ধরো আজ যদি একটা সাধারণ ছেলে বা মেয়েকে আবার জাদুবলে ছোট্ট করে (কিন্তু বুদ্ধির দিক থেকে আগের মতোই উন্নত)কলেজে পাঠানো যায়। তখন তার ভেতরের লোভ কিছুটা হলেও বেড়ে যাবে। বড়ো বেলায় সে হয়তো সামান্য ছাত্র / ছাত্রী হলেও আবার অতীতে ফিরে নিজের এই বর্তমান সময় অনুযায়ী উন্নত ও প্রাপ্ত বয়স্ক চিন্তাধারা, বুদ্ধি কাজে লাগিয়ে ওইবাকি ছোটদের ও শিক্ষকের মাঝে নজর কারার লোভ সম্বরণ করা অতীব কষ্টের। তখন সে একপ্রকার সর্ব শক্তিমান হয়ে ওঠার অহংকার নিয়ে সকলের মাঝে সেরা।
সেই জায়গায় দাঁড়িয়ে হীরা বাবু ওই সেরা ছাত্র হয়েও ভোলাভালা হয়ে সকলের বন্ধু। সেটাই তাকে আলাদা করে অন্যদের থেকে। ❤