21-07-2022, 08:32 PM
(21-07-2022, 04:19 PM)Shuhasini Wrote: দাদা এই গল্পের পর কি আরেকটা erotic horror গল্প লেখার ইচ্ছে আছে নাকি।
এই রে! সেরকম তো এখনো কিছু ভাবিনি। তাও তো নয় নয় করে তিনটে লিখেছি।
১ অভিশপ্ত সেই বাড়িটা
২ নিশির ডাক
৩ উপভোগ
ভয় টা এখানে ধরছিনা। কারণ সেটি এই বিভাগে পড়েনা। তবে উপরুক্ত তিনটেই আমার কাছে অন্য আকর্ষণ ও মাত্রা রাখে। লেখক ও পরবর্তী সময় পাঠক উভয় ক্ষেত্রেই। কারণ এই বিষয়ের ওপর আমার একটা কমজুরি আছে। স্বাভাবিক থেকে বেরিয়ে একটু অন্যরকম, একটু অলৌকিক। যেখানে ভয় ও যৌনতা মিশে যায়। এটার একটা আলাদা নেশা আছে।
তবে ওই তিনটেই আমার কাছে প্রিয় হলেও উপভোগ আমার কাছে অন্য এক মাত্রা রাখে। হয়তো বিষয়টার জন্য। যাইহোক, ভেবে দেখবো ভবিষ্যতে। ধন্যবাদ