21-07-2022, 08:23 PM
ভালোলাগা, ভালোবাসা, সুখ এই তিনের মাঝে বন্দি আজ চন্দ্র ম্যাডাম। জীবনের সেরা অনুভূতি আজ ওর কাছে তিনটে জটিল ধাঁধা হয়ে দাঁড়িয়েছে যেন। দুটো মানুষের প্রতি সমান অনুভূতিতে জড়িয়ে আজ সে যেন সেই পরীক্ষার্থী যে এতদিনের শিক্ষা সব এক নিমেষে ভুলে ফ্যাল ফ্যাল করে জানলার বাইরে তাকিয়ে দেখছে দুই শালিক। একটু আশা, একটু ভালোবাসা হয়তো আবার সব ফিরিয়ে দিতে পারে। কিন্তু সেটি কার? ওই দুই মানব সত্তাও যে পাগলের মতো চায় একজনকেই। তাতে কোনো খাদ নেই। নেই শুধুই শরীরী আকর্ষণ।
হ্যা এটা ঠিক যে দুজনের সাথে এইভাবে জড়িয়ে পড়া ঠিক নয়। কিন্তু পরিস্থিতি আর সময় যে বড্ড গোলমেলে শক্তি। কাকে কত জাদুর ভেলকি দেখিয়ে ছাড়ে সে ভাবতেও পারেনা। শরীরের সাথে শরীরের মিলেমিশে যাওয়া অন্তত চন্দ্রর কাছে বড়ো ব্যাপার নয়, আছে শয়তানদের সামনে রুখে দাঁড়াবার সাহস। কিন্তু এই পরিস্থিতি যে আজ মেয়েটাকে সবচেয়ে বড়ো পরীক্ষায় এনে দাঁড় করিয়েছে। তার মতো মেয়ের ভুরু লো কুঁচকে গেছে। সে নাকি হারতে জানেনা, এবার দেখার কি হয়। কারণ কেন জানি মনে হচ্ছে এই পরীক্ষার শেষ এখানে হয়নি। হয় সে সব হারাবে কিংবা এমন এক নতুন ইতিহাস গড়বে যা মেনে নেওয়া সহজ নয়। অসাধারণ প্রগতি।
হ্যা এটা ঠিক যে দুজনের সাথে এইভাবে জড়িয়ে পড়া ঠিক নয়। কিন্তু পরিস্থিতি আর সময় যে বড্ড গোলমেলে শক্তি। কাকে কত জাদুর ভেলকি দেখিয়ে ছাড়ে সে ভাবতেও পারেনা। শরীরের সাথে শরীরের মিলেমিশে যাওয়া অন্তত চন্দ্রর কাছে বড়ো ব্যাপার নয়, আছে শয়তানদের সামনে রুখে দাঁড়াবার সাহস। কিন্তু এই পরিস্থিতি যে আজ মেয়েটাকে সবচেয়ে বড়ো পরীক্ষায় এনে দাঁড় করিয়েছে। তার মতো মেয়ের ভুরু লো কুঁচকে গেছে। সে নাকি হারতে জানেনা, এবার দেখার কি হয়। কারণ কেন জানি মনে হচ্ছে এই পরীক্ষার শেষ এখানে হয়নি। হয় সে সব হারাবে কিংবা এমন এক নতুন ইতিহাস গড়বে যা মেনে নেওয়া সহজ নয়। অসাধারণ প্রগতি।