21-07-2022, 08:00 PM
(21-07-2022, 06:38 PM)nextpage Wrote: তুমি মোটেও ছাইপাশ লেখো না, ওসব তো আমার ক্রিয়া ধারা। অলস মস্তিষ্কে যা আসে লিখে ফেলি। তবে হ্যাঁ সামনে একটা থ্রিলার লেখার ইচ্ছে আছে। অনেক আগেই একটা অনু থ্রিলার লিখেছিলাম কলেজ ম্যাগাজিনের জন্য।
ঢাকা এসেছি একটা কাজে সেখানে আড্ডায় তোমার লেখা নিয়ে কথা বলেছি, অনেকেই আগ্রহী বই হিসেবে সামনের বই মেলায় তোমার বই পেতে। প্রিন্ট হলে ছোট ভাইয়ের জন্য কপি পাঠাবে??
আজকের পর্বে আসি, গত পর্বের নগেন জ্যাঠার নীরবতা আমাকে ভাবিয়েছে তখনি ধরে ফেলেছি তিনিই সেই বংশধর তবে বলিনি বাকিদের জন্য। শক্তির বিপরীতেই আরেক শক্তির প্রকাশ ঘটে তাই লালিরও হয়েছিল তবে কৃষ্ণের সব জানা তাই ওটার নিরাময় তার কাছেই ছিল শুধু একটু আওয়াজেই সব ঠিক করে দিল।
আজকের সবচেয়ে সুন্দর পার্ট পুকুর পাড়ে লালি হীরার সময় টুকু, আহা কাধে মাথা রেখে আকাশের চাঁদ পুকুরের প্রতিফলিত হতে দেখা উফফ সেই সময়টা খুব মিস করছি...
লালির নিজের সাথে কথা বলা নিজের সুখেই নিজেকে মেরে ফেলার যে সুখ এটা এখনকার সিঙ্গেল জীবনে খুব কষ্ট দেয় গো দিদি।
আমি গর্বিত আর ধন্য, এই যে তুমি আমার লেখা নিয়ে আলোচনা করেছ সেই কারণে। কি যে বল? প্রকাশিত হলে আমার এখানে যে ভাই রা আমাকে জীবিত বা উজ্জীবিত রেখেছে, আমি দায়িত্ব নিয়ে তাদের কাছে বই পৌঁছে দেব। কথা দিলাম।
হে হে লালি টা পাগল। মন ১ এ মনে হয়েছিল এমন ভালোবাসা বাসতে নেই। তাও বার বার ধরা পরে যাই সেই ফাঁদে। একে, জীবন ফাঁদ বলবে না সময় চক্র বলবে সেটা তোমাদের উপরে।