21-07-2022, 07:54 PM
(21-07-2022, 07:28 PM)Baban Wrote: আজকের পর্ব পড়ে সিওর হলাম নগেন দাদুই তাহলে সেই বংশধর। তার চিন্তা ও নিরাবতাই সেইটি প্রমান করছে। ওদিকে লালির নিজের থেকে ট্রান্সফরম হবার অভিজ্ঞতা বেশ ভয়ের কিন্তু! নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শরীর অবাদ্ধ হয়ে পাল্টে ফেলছে নিজেকে। আবার লালির আর হীরার একসাথে বসে মাছেদের মাঝে, প্রকৃতির মাঝে সাময়িক ভাবে অন্য জগতে হারিয়ে যাওয়া, যেখানে বাস্তবের ভয়ঙ্কর রূপ নেই, আছে শুধুই ভালোবাসা ও বিশ্বাস। একে ওপরের প্রতি। সেই অংশ টুকুও খুব মিষ্টি। আবার শেষে মণির আবিষ্কার কিংবা রহস্য উদ্ধার যাই বলি সেটার জন্য তো হীরা বাবুকে স্যালুট। সে যখন মানব জীবন নিয়ে এসেছে, তখন সকল পরীক্ষার পথে তাকে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই যে খেটে সব পথ উত্তীর্ণ করতে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু সত্যিই একটা দারুন উদাহরণ!
না হীরা বাবু নিজে সর্বশক্তিমান হবার সমস্ত ফায়দাই নিচ্ছেন। ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাঁ, ভগবান তো কোন অবতারেই আয়াসে কিছু পান নি। কোন পূর্নাংগ অবতারেই তিনি আয়াসে কিচ্ছু পান নি, রিতীমত ঘাম ঝড়িয়ে অর্জন করেছিলেন সব কিছু।