21-07-2022, 06:55 PM
(21-07-2022, 02:49 PM)nandanadasnandana Wrote: পুকুরের তিন দিকে বাড়ির জঙ্গল। আর ঠিক উল্টো দিকে মানে পশ্চিম দিকে বাঁশের বিশাল ঝাড়। পশ্চিম আকাশে এক ফালি চাঁদ। ঠিক তার পাশেই সখীর মতন ছোট্ট সাঁঝ তারা। চারিদিক কেমন স্তব্ধ। বাঁশগাছের পাতার একে অপরের সাথে স্পর্শ হয়ে রিনিঝিনি হালকা আওয়াজ কানে আসছে লালির। মৃদুমন্দ হাওয়া এসে মুখে চোখে লেগে প্রাণ টা জুড়িয়ে দিচ্ছে একেবারে। সেই হাওয়ায় পুকুরের জল ও তির তির করে কাঁপছে। কি সুন্দর পরিবেশ। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব যেন আরো মোহময় করে তুলেছে জায়গা টা কে। মনে হচ্ছে জলের ভিতরে আর একটা চাঁদ উঠেছে আর তাতে জলের উপরিতল একেবারে সাদা হয়ে আছে। জলের ঢেউ এ সেই চাঁদের আলো হাওয়ায় ভর করে তির তির করে সাদা জল কেটে সামনের দিকে এগিয়ে হারিয়ে যাচ্ছে পাড়ে। লালি ও হারিয়ে গেল হীরার কাছে। যখন প্রকৃতিও নিজের মায়াজাল নিয়ে প্রেমের ওম দিতে আসে তখন মনে হয় প্রেম সার্থক। মণি থাকুক বা না থাকুক লালির কাছে এই পাওনা কোটি কোটি মণির থেকেও মূল্যবান।
আমি আবার বলছি, কি ভাবে এমন বর্ণনা দেন জানিনা। হয়ত আপনি লেখক বলেই দিতে পারেন এমন বর্ণনা। ঠিক যেন মনে হচ্ছে সামনের স্ক্রীনে হচ্ছে এই গুলো। আবহাওয়া তৈরি করতে আপনার জুড়ি নেই। মনি র আত্মপ্রকাশ এর বর্ণনা অসাধারণ। এমন ভাবে আত্মপ্রকাশ করালেন তাতেই মনির ক্ষমতা আর গুরুত্ব অনেকের কাছে পরিষ্কার হয়ে গেল। লালির ক্ষমতার কন্ট্রোল হারিয়ে ফেলার জায়গা টা মনে হচ্ছিল সিনেমা দেখছি। দারুণ বললেও কম বলা হয়। লাইক আর রেপু রইল দিদি। আর লালির প্রেম, উফ এককথায় দারুন। নেক্সটপেজের সাথে একমত হলাম না। আমি বিবাহিত তারপরেও মন টা কেমন করে উঠলো। মনে হলো কাশ আমারো এমন একটা প্রেমিকা থাকত।