21-07-2022, 02:27 PM
(20-07-2022, 08:04 PM)Baban Wrote: উফফফফ গোয়েন্দা গুলোর গোয়েন্দাগিরি, সত্যিই কেমন যেন ভালো লাগলো ওই অংশটা। হ্যা যদিও ব্যাপারটা গুরুতর কিন্তু ওই সবার অমন করে মাথা খাটিয়ে খোঁজাখুঁজি আর মগজাস্ত্রের প্রয়োগ সাথে আবার এক ভালোবাসার মানুষের হাত ধরা, মাতৃত্ব, কোলে বসিয়ে পড়ানোর অতীত আবার মায়ের ভালোবাসার আর মমতার ভাগ, লজ্জায় একটি নারীর পালিয়ে যাওয়া আর শেষে একটা লোকের আবির্ভাব। কারে যেন খুজতাসে! উফফফফফ পুরো কাঁপিয়ে দিচ্ছ তো ❤
হ্যাঁ এই মাথা খাটিয়ে বের করতে তাঁর ও ইচ্ছে করে। হয়ত বুদ্ধিশিরোমণি আছে বলেই উনি সব জানেন।