20-07-2022, 09:35 PM
কথাগুলো যে রিতা মজা করে বলেছিল সেটা কালকেই অনুধাবন করেছিলাম। তবে ওই সমগ্র সিকোয়েন্সটা পড়ে বেশ মজা লেগেছে।
আননোন নম্বর থেকে মেসেজটা কে করছে সেটা বোধহয় এবার বুঝতে পেরেছি। তবুও এখন কিছু বলবো না, রোমাঞ্চটা যেন শেষ অব্দি বজায় থাকে।
তবে ফোনে তনু আর ছুটকিকে তাদের পরিচয় জানার আগে এবং পরে উপযুক্ত প্রমাণ না নিয়েই অতগুলো কথা গড় গড় করে বলে দিয়ে জয় একটু অবিবেচকের মতো কাজ করেছে। তবে ক্যাটালিস্টের প্রয়োজনের জন্য এই কাজটা একটু তাড়াহুড়ো করে করতে হতোই, না হলে আরো বিলম্ব হয়ে যেত।
সব মিলিয়ে দুর্দান্ত উপভোগ্য আপডেট
আননোন নম্বর থেকে মেসেজটা কে করছে সেটা বোধহয় এবার বুঝতে পেরেছি। তবুও এখন কিছু বলবো না, রোমাঞ্চটা যেন শেষ অব্দি বজায় থাকে।
তবে ফোনে তনু আর ছুটকিকে তাদের পরিচয় জানার আগে এবং পরে উপযুক্ত প্রমাণ না নিয়েই অতগুলো কথা গড় গড় করে বলে দিয়ে জয় একটু অবিবেচকের মতো কাজ করেছে। তবে ক্যাটালিস্টের প্রয়োজনের জন্য এই কাজটা একটু তাড়াহুড়ো করে করতে হতোই, না হলে আরো বিলম্ব হয়ে যেত।
সব মিলিয়ে দুর্দান্ত উপভোগ্য আপডেট