20-07-2022, 08:40 PM
(20-07-2022, 11:03 AM)bourses Wrote: মা বাবার অসতর্ক মুহুর্ত একটা শিশু মনের মধ্যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তার সুচারু বিশ্লেষণ পেলাম তোমার এই পর্বে... অপূর্ব বললেও বোধহয় কম বলা হয়... যেমন কম বলা হয় এই রকম একটা রোলপ্লে তৈরী করার জন্য... ভেবেছিলাম সুমিত্রাদেবীকে আয়েত্রীর আর প্রিয়াঙ্কার মাঝে নিয়ে আসবে সশরীরে... কিন্তু সেটা এই পর্যায়ে রোল প্লে তে তুলে ধরবে, সেটা একেবারেই আশা করিনি, সেটা অস্বীকার করবো না... যেমনটা অভূতপূর্ব লেগেছে সুমিত্রাদেবীর সাথে বাবলির আয়েত্রীর বাবাকে নিয়ে এসে তার বন্ধুর মুখের মত জবাব দেওয়া দেখে... অসামান্য পর্ব...
এবার শুধু অপেক্ষা করার গলির বাঁকে কি ঘটতে চলেছে তা জানার... তর যে আর সইছে না বাবান...
অনেক ধন্যবাদ দাদা ♥️
এমন অসাধারণ মতামত পেলে কার না ভালো লাগে। তোমরা যে গল্পটার এই পর্যায় গুলোর ওপর বিশেষ নজর দিচ্ছ সেটা দেখে বেশি ভালো লাগছে।