20-07-2022, 08:38 PM
(20-07-2022, 01:12 AM)Avishek Wrote: প্রিয়াঙ্কা যা খেলা দেখালো উফফফফ। আত্রেয়ী কে যোগ্য জবাব দিলো। যদিও দুজনেই ভুল পথের যাত্রী। কিন্তু একা আত্রেয়ী কেন এগিয়ে থাকবে? সুবিমল কাকুর মাইন্ড গেম দুর্দান্ত ভাবে কাজ করছে। আর কাকুর সাথে ভিডিও চ্যাটিংটা চরম পুরো। তবে শেষে পড়ে মনে হলো এবারে সামনাসামনি কিছু হতে চলেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ দাদা ♥️
আত্রেয়ীর এটা দরকার ছিল, মানে এই ধাক্কাটা। অন্তত এটা টপ বুঝুক যে তার ছাত্রী কেমন শিখেছে তার থেকেই দেখা যাক আগে কি হয়।
(20-07-2022, 01:54 AM)nextpage Wrote: একটু কাজে এক শহর ছেড়ে আরেক শহরে চলে এসেছি তাই পড়তে লেট হলো।
বাইরে আজ বৃষ্টি হয়েছিল তাই বাতাস টা বেশ ঠান্ডা নইলে তো এই আপডেট পুরোটা শেষ করার সাহস পেতাম না।
উহহ ভার্চুয়াল সেক্স ঐদিকে আত্রেয়ীর বাবলীর মায়ের রোল প্লে একটার চেয়ে একটা খাসা... প্রিয়াঙ্কাকে সামলাতে পারবে তো আত্রেয়ী
ঠিকাছে, কোনো ব্যাপার না।
ওটাই হলো কথা। প্রিয়াঙ্কা এমনিতে থাকে চুপচাপ। কিন্তু এইবার বাইরে বেরিয়ে আসলে পুরো হালুম