20-07-2022, 03:34 PM
বাহ! পড়তে পড়তে হটাৎ করে মনে হলো যেন দূর্গেশগড়ের গুপ্তধনের সোনাদাকে দেখছি, ধাঁধার উত্তর খুঁজতে... কতটা মাথা খাটিয়ে পর্বগুলোর একে অপরের সাথে যোগসূত্রে আবদ্ধ করতে হয়েছে ভেবেই রোমাঞ্চিত হচ্ছি ম্যাডাম... ফাস্টো কেলাস... আর সেই সাথে লালীর উমার সামনে আচম্বিতে মুখোমুখি হয়ে গিয়ে হিরার হাত ছেড়ে "ধরণী দ্বিধা হও" মানসিকতা... উফফফফ... এক্সিলেন্ট যাকে বলে আর কি... তবে এই অলকাটির খোঁজ আবার অস্বথামা কেন করছে, সেটা জানার আগ্রহ বেড়ে গেলো যে... এমন জায়গায় এসে ছেড়ে দিচ্ছেন যে পরের পর্বটা না আসা অবধি শান্তি পাচ্ছি না...