19-07-2022, 10:55 AM
(18-07-2022, 06:56 PM)bourses Wrote: নারায়ণ নারায়ণ...
আমার এই পর্বটা পড়ার সময় হটাৎ করে মাথায় এলো, আচ্ছা, সত্যিই তো... আমাদের মধ্যেই তো এই বর্তমান সময়েই এনারা আমাদের মত সাধারণের ছদ্মবেশে অধিষ্ঠান করতেই পারেন... হয়তো আমাদের নিত্যদিনের জনজীবনেই এদের অবস্থান... আমরা রোজ এনাদেরকে দেখি, কিন্তু এনাদের আসল পরিচয় জানি না বলেই হয়তো গুরুত্ব দিয়ে ভাবি না কখনও... পাশ কাটিয়ে নিজের কর্মব্যস্ততায় চলে যাই প্রতিদিন...
অসাধারণ ম্যাডাম... এই ধরনের চারিত্রিক মিশেলের জন্য... দেখা যাক... হিরার কেরামতি... আর রহিমের মধ্যে শেষনাগের উল্লেখ এক অন্য মাত্রা যোগ করেছে...
হ্যাঁ আগেই কারোর প্রশ্নের উত্তরে লিখলাম যে, ভগবান সম গুণ নিয়ে বাড়ির কেউ ই থাকে। গল্পের প্রয়োজনে সামর্থ্য বাড়াতে হয়েছে। কিন্তু আসলে তো তাই আমাদের মধ্যেই কেউ এই সকল গুণ নিয়ে আমাদের মধ্যেই অবস্থান করে।